শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টাঙ্গাইলে সপ্তাহের উদ্বোধন ক্যাম্পস কিডনি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

kamps_kidney-wee20161204122636
পূর্বাশা ডেস্ক :

চিকিৎসাবঞ্চিত মানুষদের সেবা দেয়া, বিশেষ করে দরিদ্র কিডনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও এ রোগপ্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল জেলা শহরে গতকাল শনিবার সাত দিনব্যাপী ‘ক্যাম্পস কিডনি সপ্তাহ ২০১৬’ টাঙ্গাইলের উদ্বোধন হয়েছে।

বাংলাদেশে কিডনি রোগ সচেতনতায় অগ্রণী ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবী অলাভজনক সংস্থা ক্যাম্পস এ আয়োজন করে। টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক শনিবার দুপুর ১২টায় ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার, বিশ্বাস বেতকা, পুরাতন বাসস্ট্যান্ড, ঢাকা রোডে সপ্তাহব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্যাম্পস-এর চেয়ারম্যান এবং ক্যাম্পস কিডনি সপ্তাহ ২০১৬-এর মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডা. এমএ সামাদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পস কিডনি সপ্তাহ ২০১৬ টাঙ্গাইল-এর অনুষ্ঠানমালার অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘কিডনি রোগের চিকিৎসা ও প্রতিরোধে : প্রাথমিক অবস্থায় চিকিৎসকদের করণীয়’ শীর্ষক একটি বিশেষ সায়েন্টিফিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সায়েন্টিফিক সেমিনারে প্রধান ছিলেন জেলা পরিষদ প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, অধ্যক্ষ, টাঙ্গাইল মেডিকেল কলেজ; ডা. সৈয়েদ ইবনে সাইদ, সিভিল সার্জন, টাঙ্গাইল; ডা. আব্দুল মতিন, ভারপ্রাপ্ত সভাপতি, বিপিএমপিএ, টাঙ্গাইল।

ক্যাম্পস-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এমএ সামাদ এ সেমিনারে সভাপতিত্ব করেন এবং একইসঙ্গে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় মৃত্যুবরণ করছে ৫ জন লোক। সাধারণত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগী বুঝতেই পারে না যে, সে ঘাতক ব্যাধিতে আক্রান্ত। কিডনি যখন বিকল হয়ে যায় তখন বেঁচে থাকার একমাত্র উপায় ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। তাই কিডনি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে প্রাথমিক অবস্থায় কিডনি রোগের কারণ ও কিডনি রোগ শনাক্ত করে কিডনি বিকল রোগীদের চিকিৎসা দেয়ার লক্ষ্যেই গঠন করা হয় ক্যাম্পস। আর এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী ‘ক্যাম্পস কিডনি সপ্তাহ ২০১৬ টাঙ্গাইল’ উদযাপন করছে। ওই ফ্রি কিডনি স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে ডায়াবেটিস নির্ণয়, সিরাম-ক্রিয়েটিনিন ও প্রস্রাবের রুটিন পরীক্ষা করা হচ্ছে।

অধ্যাপক ডা. এমএ সামাদ বলেন, দেশে অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় ৬৩ শতাংশ লোকের মৃত্যু হয়, আগামী ১০ বছরে এ হার ৭০ শতাংশ ছাড়িয়ে যাবে, কারণ প্রতি বছর ২ শতাংশ হারে বৃদ্ধি পায়। এই জীবন সংহারী রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ফুসফুসের রোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি রোগ অথচ একটু সচেতন হলেই এবং লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে ৫০ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে এ রোগপ্রতিরোধ করা সম্ভব। তিনি আরো বলেন, ক্যাম্পস-এর মূল উদ্দেশ্য হচ্ছে কিডনি রোগের ব্যাপকতা ও ভয়াবহতা সম্পর্কে বাংলাদেশের মানুষকে সচেতন করা ও কিডনি বিকল প্রতিরোধে প্রাথমিক অবস্থায় কিডনি রোগ শনাক্ত করে চিকিৎসা করা ও সুস্থ জীবন ধারায় সবাইকে অভ্যস্ত করা।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী আজ কিডনি রোগের ভয়াবহতা সংশ্লিষ্ট সবাই উপলব্ধি করতে পারছেন, তারা মনে করেন, চিকিৎসা করে নয় বরং প্রতিরোধ করেই এ রোগের প্রাদুর্ভাব প্রশমন করতে হবে আর এজন্য সচেতনতাই একমাত্র উপায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি