শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পুরনো টি-শার্টের নতুন ব্যবহার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৬

unnamed-11-550x438

পূর্বাশা ডেস্ক:

প্রায় সকলের কাছে টি-শার্ট খুব জনপ্রিয় একটি পোশাক। জিন্স বা গ্যাবার্ডিন প্যান্টের সাথে টি-শার্ট দারুণ মানিয়ে যায়। এছাড়া যদি আপনার কাছে পুরনো টি-শার্ট থাকে তবে তা আপনি পুনরায় ব্যবহার করতে পারেন।

১। আপনার পুরনো ও জীর্ণ টি-শার্টগুলো দিয়ে আপনি ছোট কার্পেট বানাতে পারেন। কার্পেটের সাইজ আপনার মনমতো হতে পারে। এক্ষেত্রে আপনি বিভিন্ন কালারের টি-শার্ট ব্যবহার করতে পারেন। আপনার দরজার সামনে এটি সুন্দর মানাবে।

২। নিত্য প্রয়োজনীয় মুদি বাজারের ব্যাগ বানাতে পারেন। পুরনো টি-শার্ট দিয়ে বানানো ব্যাগ গুলো দেখতে খুব সুন্দর ও স্টাইলিশ হয়।

৩। ঘর সাজানোর সামগ্রী হিসেবে পুরনো টি-শার্ট দিয়ে আপনি সুন্দর পম-পম বানাতে পারেন। এছাড়া যেকোন অনুষ্ঠানের সাজসজ্জার জন্য এই পম-পম ব্যবহার করা যায়।

৪। যদি আপনার পোষা কুকুর থাকে তাহলে আপনাকে আর টাকা খরচ করে কুকুরের জন্য খেলনা দড়ি কিনতে হবেনা। খুব সহজেই পুরনো টি-শার্ট দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন।

৫। পুরনো টি-শার্ট দিয়ে রঙিন বাটি বানানো যেতে পারে। এগুলো বিভিন্ন জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করা যায়।

৬। আপনার রান্না ঘরের ডিশক্লথ হিসেবে পুরনো টি-শার্ট ব্যবহার করা যায়।

৭। বার বার একই টি-শার্ট পরিধান করে করে কি আপনি বিরক্ত? আপনার পুরনো টি-শার্ট দিয়ে আপনি নিজেই এর উপর ডিজাইন করে আবার নতুনের মত ব্যবহার করতে পারেন।

৮। পুরনো টি-শার্টের টুকরো দিয়ে আপনি রঙিন ব্রেসলেট বানাতে পারেন। আপনার সাজসজ্জার অনুষঙ্গ হিসেবে এমন ব্রেসলেট খুবই স্টাইলিশ।

৯। আপনার পুরনো টি-শার্ট দিয়ে আপনি আনস্টিচ নেকলেস বানাতে পারেন। এতে কোন কিছু আপনার সেলাই করতে হবেনা।

১০। যদি আপনার টি-শার্টগুলর আর পরার মত কোন অবস্থা না থাকে তবে আপনি এগুলো দিয়ে স্কার্ফ বানাতে পারেন। এই স্কার্ফ আপনি নিজে বা আপনার শিশু সন্তান ব্যবহার করতে পারেন।

১১। পুরনো টি-শার্ট দিয়ে সদ্য জন্মগ্রহণকারী বাচ্চার কাপড় বানানো যেতে পারে।

১২। আপনার বা আপনার বাচ্চার হেডব্যান্ড বানাতে পুরনো টি-শার্ট ব্যবহার করা যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি