বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নৃগোষ্ঠীর শিশুরা পাঠ্যবই পাচ্ছে নিজস্ব ভাষায় রচিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

fg-copy
পূর্বাশা ডেস্ক:

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে নতুন আশা নিয়ে হাজির হচ্ছে নতুন বছর। প্রথমবারের মতো নিজ ভাষায় মিলবে বিনামূল্যের পাঠ্যবই।

৫টি নৃগোষ্ঠীর প্রাক-প্রাথমিকের শিশুরা পাচ্ছেন এই সুযোগ। শিক্ষামন্ত্রী জানালেন, পর্যায়ক্রমে বাকি নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও দেয়া হবে এই বই।

ত্রিদিব চাকমার সৌভাগ্যই বলতে হবে তার লেখাপড়ার হাতেখড়িটা যে মায়ের ভাষায়। বাকিদের কপাল অবশ্য এতোটা ভালো নয়। দেশের প্রায় ১০ লাখের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বেশিরভাগের লেখাপড়ার শুরুটা বাংলাতেই। কেননা মূলধারার শিক্ষায় এতোদিন উপেক্ষিত ছিলো তাদের মাতৃভাষা।

তবে ঘুঁচতে চলেছে তাদের সে আক্ষেপ। আসছে বছর থেকে সংখ্যাগরিষ্ঠ ৫ নৃগোষ্ঠির ভাষায় প্রাকপ্রাথমিকের পাঠ্যবই ছাপছে সরকার। চাকমা ও মারমাদের বই ছাপা হবে তাদের বর্ণমালায়। তবে নিজস্ব বর্ণমালা না থাকায় ত্রিপুরা, গারো আর ওরাওঁ ভাষার বই ছাপা হবে বাংলা ও রোমান হরফে।

প্রথম দফায় শুধু প্রাকপ্রাথমিকের বই সরবরাহ হলেও, প্রথম শ্রেণির বই ছাপা হবে ২০১৮ সালে। আর ১৯ সালে ছাপা হবে দ্বিতীয় শ্রেণির বই। তবে, তৃতীয় শ্রেণি থেকে নিজেদের ভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজিতে লেখাপড়া করবে নৃগাষ্ঠির ছেলেমেয়েরা। প্রথম দফায় ৫টি নৃগোষ্ঠির বই ছাপা হলেও পর্যায়ক্রমে সব ভাষার বই ছাপা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

সব মিলিয়ে ৩৬ কোটির বেশি বই বিনামূল্যে বিতরন করবে সরকার। সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার বইয়ের পাশাপাশি থাকছে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল পদ্ধতির বইও। এমনকি আসছে বছরগুলোতে মুক ও বধিরেদর জন্য সাংকেতিক ভাষার বই ছাপার কথাও ভাবছে সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি