বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পশ্চিম তীরের শিশুরা বই পড়ে ১০ লাখ ডলার জিতলো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

38280e39dd0242ee93ad551942fbb2eb_18-550x309
পূর্বাশা ডেস্ক:

স্কুলের বাচ্চাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ‘ভ্যানগার্ডস অব হোপ’ নতুন উদ্যোগ নিয়েছিলেন স্কুলের শিক্ষকরা। তখনও হয়তো তারা ভাবতে পারেননি এক সময় তাদের স্কুলটির বেশ নামডাক হবে। পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ ডলার। না ভাবলেও স্কুলটি শিক্ষার্থীরা পুরস্কার পেয়েছে। শিশুদের পড়ার অভ্যাস তৈরির জন্য শ্রেষ্ঠ উদ্যোগ নেওয়ায় স্কুলটি এ পুরস্কার পেয়েছে।

হোপ স্কুলের পাঠাভ্যাস কর্মসূচির সমন্বয়ক হাদেল হুমেইদ বলেন, ‘পশ্চিম তীরের শিশুদের পাঠাভ্যাসের মতো আরব বিশ্বের অন্য কোনো দেশের শিশুদের এমন পাঠাভ্যাস নেই। আনন্দের সঙ্গে কই পড়ার অভ্যাস গড়ে তুলতে ২০০৯ সালে আমরা প্রথম এই উদ্যোগ নিয়েছিলাম। কয়েক বছর পর দেখলাম আমাদের উদ্যোগ কাজ করছে।’

দুবাইয়ের আরব রিডিং চ্যালেঞ্জ (এআরসি) কর্মসূচি ২০১৫ সালে বই পড়ার অভ্যাস বাড়াতে বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের নজরে আনেন। আরব থট ফাউন্ডেশন-এর তথ্য অনুযায়ী, আরবি ভাষাভাষি শিশুরা বছরে দৈনিক গড়ে ছয় মিনিট করে বই পড়ে। যেখানে পশ্চিম তীরের শিশুরা ১২ হাজার গুণ বেশি বই পড়ে।

দুবাইয়ের রিডিং চ্যালেঞ্জের অংশ হিসেবে চলতি বছরের শুরুতে আরব বিশ্বের তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় ভারগাডর্স অব হোপ স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্কুলের ৪-১০ বছর বয়সের ছাত্র-ছাত্রী এবং ১০-১৮ বছরের শুধু ছাত্রীরা ১০ লাখ ডলার পুরস্কার জিতে নেয়। এ অর্থ স্কুলের নতুন লিইব্রেরি করার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

নাবলুসের প্রাণকেনন্দ্রে স্কুলটির অবস্থান। স্কুল চত্বরে তিনটি বড় ভবন রয়েছে। তবে স্কুলের লাইব্রেরি প্রয়োজনের তুলনায় অনেক ছোট। লাইব্রেরির মধ্যে বেশ কয়েক ডজন বইয়ের আলমারি রয়েছে। এতে সাজানো রয়েছে থরে থরে বই। তবে তার চেয়েও বেশি বেই রয়েছে শ্রেণিকক্ষের বুক শেলফে।

স্কুলের এক লাইব্রেরিয়ান আল-জাজিরাকে বলেছেন, ‘লাইব্রেরি নিঃসন্দেহে অনেক ছোট। এখানে যত বই আছে তার থেকে বেশি বই আছে শ্রেণিকক্ষগুলোয়। এটা শিশুদের বই পড়ার অভ্যাস বাড়ানোর উদ্যোগের অংশ।’

বই পড়ার অভ্যাস বাড়াতে স্কুল কর্তৃপক্ষ বই পড়া সংক্রান্ত আলাদা বিষয় চালু করে। শিক্ষকরা ঠিক করেন প্রত্যেক শ্রেণিকক্ষে একটি করে বুক শেলফ থাকবে। এতে থাকবে অ্যারাবিক উপন্যাস।

এ প্রসঙ্গে হেডেল বলেন, ‘আমরা শুধু আরবি বা ইংরেজি ভাষার উপন্যাসের ওপরই জোর দেইনি। আমরা বিজ্ঞান ও অংকের বিষয়ের বইও এখানে রেখেছি। এ বিষয়ে স্কুলের সব শিক্ষকই একমত। তবে আমাদের উদ্যোগ যে ফলপ্রসু হয়েছে সেটাই আনন্দের বিষয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি