শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্কিন ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী ফার্স্ট ডটার হবেন ইভানকা ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

 

donaldtrumpivankatrumpivankatrumphostss7yrq9xcvnil: মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের কন্যা অ্যালিস রুজভেল্টের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশীল ফার্স্ট ডটার হবেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প।

মঙ্গলবার জলবায়ূ পরিবর্তন নিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পরিবেশবিদ ও শান্তিতে নোবেল জয়ী আল গোর এর সাথে ডোনাল্ডের বৈঠকে অংশ নিয়েছেন ইভানকা। ডোনাল্ড জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে দেখা করার সময় হাজব্যান্ড কুশনারকে নিয়ে সাথে ছিলেন তিনি। এমনকি অস্কার জয়ী হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও সম্প্রতি ইভানকা ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন। হাউস অব রিপ্রেজেন্টেটিভের লিডার ন্যান্সি পেলোসি ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে অভ্যন্তরীণ নীতি এবং অবকাঠামো বিষয়ে আলোচনা করছিলেন। ন্যান্সি যখনই নারী ইস্যু নিয়ে কথা বলা শুরু করেন ডোনাল্ড তখন ফোন তুলে দেন কন্যা ইভানকার হাতে।

ivanka-trump-sexy

ডোনাল্ড ট্রাম্প যখন তার রানিং মেট হিসেবে মাইক পেন্সকে পরিচয় করিয়ে দেন মার্কিন ইতিহাসে এই প্রথমবারের মত স্ত্রী প্রেসিডেন্টিয়াল ক্যান্ডিডেটের সাথে ছিলেন না। তখন ট্রাম্পের সাথে ছিলেন মেয়ে ইভানকা ও জামাই জ্যারেড কুশনার। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাবার ট্রানজিশন টিমে নিযুক্ত হন ইভানকা।

index

ডোনাল্ডের ক্ষমতা গ্রহণের ৪৬ দিন আগেই নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে আসার পরিকল্পনা করছেন ইভানকা ও তার হাজব্যান্ড জ্যারেড কুশনার, অন্য দিকে ট্রাম্পের হাত ধরে ফার্স্ট লেডি হওয়া মেলানিয়া ট্রাম্প ছেলে ব্যারনের পড়াশুনার জন্য ট্রাম্প টাওয়ারেই অবস্থান করবেন। প্রশ্ন আসছে, ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় কে থাকবেন হোয়াইট হাউসে? কে ভূমিকা নেবেন ফার্স্ট লেডির? ইভানকা নাকি মেলানিয়া?উত্তর হল, ফার্স্ট লেডির ভূমিকা পাওয়ার সম্ভাবনা মেলানিয়া ট্রাম্পেরই, ছেলে ব্যারনকে নিয়ে মেলানিয়ার নিউইয়র্কে অবস্থানের কারণে ফার্স্ট লেডির পদটা ইভানকার কাছে চলে যাবে না, কিন্তু এটি তাকে জনসম্মুখে আরো ক্ষমতাশালী করে তুলবে।

412chwnjf4l

ইতিহাস বলে, বেশিরভাগ প্রেসিডেন্টের সন্তানরাই রাজনীতির প্রতি অনিচ্ছা ব্যক্ত করে এসেছেন। জর্জ ডব্লিউ বুশ ২০০০সালে যখন নির্বাচন করছিলেন, ‘জেনা বুশ তখন বলেন, ‘আমি চাই যেন তুমি না জেত, এটি আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে।’ খুব কম ফার্স্ট ডটারই হোয়াইট হাউসে ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন এর স্ত্রী মারা যাওয়ার পর কন্যা মার্থা জেফারসন যতটা আড়ালে থেকে হোয়াইট হাউসের দায়িত্ব পালন করা সম্ভব সেই চেষ্টা করেছেন। কিন্তু ইভানকা ট্রাম্পের কথা ভিন্ন। এক সাক্ষাতকারে বলেছেন, স্বাস্থ্যসেবা, মানব কল্যাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ে অনেক আন্তরিক তিনি।

Kelly Brookon holiday in IschiaIschia, Italy - 15.07.11**Available for publication in UK, Germany, Austria, Switzerland. Not available for publication in the rest of the world**Mandatory Credit: WENN.com

তবে প্ল্যানড প্যারেন্টহুড এর সাবেক প্রেসিডেন্ট ফায়ে ওয়াটেলটন জানান, ‘একজন কর্মজীবী নারী, একজন মা এবং স্ত্রী হিসেবে নিজেকে উপস্থাপনের কৌশল তিনি গ্রহণ করেছেন কিন্তু জন্মসূত্রে আপনার যখন বিশ্বের সেরা চিকিৎসা সেবা নেয়ার সুযোগ রয়েছে তখন আত্মনির্ভরতার কথা বলা সহজ। যখন জীবন ধারণের জন্য ন্যুনতম মজুরি আয় করা কষ্টকর ও তা থেকেই পরিবারের জন্য খরচ করতে হয় তখন এধরনের কথা বলা খুব সহজ নয়। কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার বিষয়ে ইভানকাকে কখনো কথা বলতে শোনা যায়নি।’

সফল নারী ব্যবসায়ী, মডেল, উদ্যোক্তা ও তিন সন্তানের মা ইভানকা বাবা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের এবং প্রিয়। ট্রাম্প পরিবারের দীর্ঘদিনের বন্ধু কার্ল ইকান বলেন, শুধু কন্যা হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবে ইভানকাকে অনেক সম্মান করেন ডোনাল্ড ট্রাম্প। বাবাকে প্রভাবিত করতেও দারুণ পটু তিনি।’ ট্রাম্পের বড় সন্তান ডোনাল্ড জুনিয়র বলেন, ‘ডোনাল্ড যে কোনো অবস্থায় মাত্র একজনের ফোন রিসিভ করেন, তিনি হচ্ছেন ইভানকা। দিনে অন্তত পাঁচবার তারা কথা বলেন। ‘ইভানকাও বাবার প্রতি অনেক অনুগত।’ একবার ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিলো, প্রেসিডেন্ট হলে তিনি তার কেবিনেটে কোন নারীকে রাখবেন। ট্রাম্প বলেছিলেন, ‘অনেকের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। সবাই নিশ্চয়ই বলবে ইভানকাকে রাখুন।’

ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইভানকা । ‘ইভানকা ট্রাম্প.কম’ নামে লাইফস্টাইল বিষয়ক নিজের ওয়েবসাইট আছে তার, সেখানে নিজের ব্র্যান্ড ‘ক্লথিং, জুয়েলারি, সু, হ্যান্ডব্যাগ’ এর প্রচারণা চালান তিনি। টুইটারে ইভানকার ফলোয়ার ১.৫ মিলিয়ন, অন্যদিকে ফার্স্ট লেডি মেলানিয়ার ফলোয়ার মাত্র ১২ হাজার ৫০০।

ivanka-trump-hot-7

দ্য গ্রেস এন্ড পাওয়ার অব মর্ডান ফার্স্ট লেডিস’ এবং ‘দ্য রেসিডেন্ট: ইনসাইড দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অব হোয়াইট হাউস ’এর লেখক কেট অ্যান্ডারসন ইভানকা ট্রাম্প সম্পর্কে সিএনএনকে বলেছেন,‘মূলত ইভানকা একজন ফার্স্ট ডটার ও ফার্স্ট লেডির চাইতেও বেশি দাবি রাখেন।’ ‘দ্য মোস্ট পাওয়ারফুল ফিউচার ফার্স্ট ডটার অব আমেরিকা’ খ্যাত এই নারীকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যতে কখনো ইভানকা প্রেসিডেন্ট পদের জন্য লড়বে কি না? উত্তরে তিনি বলেন, তেমনটা করবো বলে মনে করি না। কিন্তু ‘কখনোই না’ এমন শব্দও বলতে চাই না।

সূত্র: নিউইয়র্ক টাইমস, সিএনএন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি