রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রোজ ফাউন্ডেশন লাগানো কি ঠিক না ভুল?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

image-9754
পূর্বাশা ডেস্ক:

মেকআপ করতে হলে ফাউন্ডেশন দিতেই হয়। অনেকেই আছেন যাদের, প্রতিদিনই ফাউন্ডেশনের উপর নির্ভর করতে হয়। বিশেষ করে কর্মজীবী নারীদের। কারণ আজ এখানে গায়ে হলুদ, তো কাল বিয়ের অনুষ্ঠান। আবার পরশু কারো জন্মদিন। কোনো আবার অফিসে মিটিং, নতুবা অনুষ্ঠান। আর এজন্য সকালে মেকআপ নিয়ে থাকতে হয় রাত পর্যন্ত। কিন্তু প্রতিদিন কি ফাউন্ডেশন লাগানো ঠিক? আজ রইলো এই প্রশ্নের উত্তর-

ফাউন্ডেশন ত্বকের ওপর যে পরত তৈরি করে তা সানস্ক্রিন হিসেবে কাজ করে রোদের হাত থেকে ত্বককে রক্ষা করে। কিন্তু ত্বকের রোমকূপ বন্ধ করে দিয়ে ডিহাইড্রেট করে তোলে ত্বক। ফলে মুখ নির্জীব লাগে দেখতে।

তাই ফাউন্ডেশন লাগানোর আগে ত্বকে ময়শ্চারাইজার লাগান। যা ত্বক হাইড্রেট করবে। বিশেষ করে শীত কালে অবশ্যই ময়শ্চারাইজার লাগান। ঠিক তেমনই তৈলাক্ত ত্বক হলেও আগে ময়শ্চারাইজারের বেস তৈরি করে তারপর ফাউন্ডেশন লাগান।

তবে রোদের হাত থেকে ত্বকেক রক্ষা করলেও দিনের বেলা বেরোলে বা সারা দিনের জন্য ফাউন্ডেশন না লাগানোই ভাল। দিনের বেলার জন্য বিবি বা সিসি ক্রিমের মতো অপশন বেছে নিন। রাতের অনুষ্ঠানে ব্যবহার করতে পারেন ফাউন্ডেশন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি