শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বাস্থ্যমন্ত্রী বলেছেন স্বাস্থ্যসেবা নিশ্চিতে একযোগে কাজ করতে হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

image-9663
পূর্বাশা ডেস্ক:

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌছে দিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সবাইকে একসাথে কাজ করতে হবে। এ কথা বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মেডিকেল অফিসার (নন-ক্যাডার) পদে নিয়োগকৃত কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ডাক্তারের মর্যাদা দাম দিয়ে কেনা যায় না। এটি অনেক গর্বের বিষয়, তবে কঠিন কাজ। মেধা ও যোগ্যতা দিয়ে ডাক্তর হতে হতে হয়। তদবির করলে কোনো কাজ হয় না।
নতুন যোগদানকৃত ডাক্তারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যে মা-বাবার জন্যে আজ আপনারা ডাক্তার হতে পেরেছেন, তাদের ঋণ শোধ করতে হবে। তাদের ঋণ শোধ করতে হলে গ্রামের মানুষের সেবা করতে হবে। মানবতাবোধ নিয়ে কাজ করতে হবে। দেশের সব ডাক্তারকেই দুই বছর গ্রামে থাকতে হবে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী ওষুধ ভেজালকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ওষুধে ভেজাল মেশায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।
সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরে নাসিম আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অন্ধকার থেকে আলোয় এসেছে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ এগিয়ে যাচ্ছে। দেশে জঙ্গিবাদের উত্থান হহয়েছিলো। শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা জঙ্গিবাদ রুখে দিতে সক্ষম হয়েছি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালিক এমপি, স্বাস্থ্য মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি