সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দিন শেষ ৫ টাকার!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

265923_1
ডেস্ক রিপোর্টঃ

কালের বিবর্তনে হারিয়ে গেছে সিকি-আধুলী। ১ ও ২ টাকা মূল্যমানের মুদ্রার মানও নেই বললেই চলে। এবার এই মানহীন টাকার দলে যোগ দিতে যাচ্ছে ৫ টাকার মুদ্রা।সরেজমিনে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ক্রয়ে ৫ টাকার ব্যবহার বাজার থেকে অনেক আগেই উঠে গেছে। গত কয়েক বছর ধরে রাজধানীর গণপরিবহনে বিশেষ করে বাস ভাড়ায় সর্বনিন্ম ৫ টাকার প্রচলন থাকলেও এবার তাও উঠে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন রুটে সিটিং সার্ভিসের নামে চালু করা বাসগুলোতে সর্বনিন্ম ভাড়া ১০ টাকা করা হয়েছে। রিক্সার সর্বনিন্ম ভাড়া ১০ টাকাতো সেই কবে থেকেই চলছে। ৫ টাকায় ১ কাপ লাল চাও রাজধানীর বেশির ভাগ এলাকায় মিলে না। বর্তমান মুদ্রা বাজারে ৫ টাকার মানের করুণ দশার এই হলো কিয়দাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল এ বিষয়ে পরিবর্তন ডটকমকে বলেন, ক্রমাগত মূল্যস্ফীতির চাপে হারিয়ে গেছে এক সময়ের জনপ্রিয় মুদ্রা সিকি-আধুলী। এক ও দুই টাকার মানও খুব একটা নেই। এই প্রক্রিয়ায় ৫ টাকাও মানহীন হয়ে পড়তে পারে।

তিনি বলেন, গত ৪/৫ বছর ধরে বাংলাদেশের মূল্যস্ফীতি কিন্তু এক জায়গায় স্থিতিশীল আছে। এই জন্য বর্তমানে ৫ টাকার এখনও কিছুটা ব্যবহার আছে। তবে মূল্যস্ফীতির এ স্থিতিশীলতা বেশি দিন নাও থাকতে পারে। দুই-এক বছরের মধ্যেই মূল্যস্ফীতির হার একদফা বাড়তে পারে। এটা হলে সিকি-আধুলির মতো ৫ টাকাও ব্যবহারিক ভাবে প্রায় অচল ও মানহীন হয়ে পড়বে।

ড. বিরুপাক্ষ পাল বলেন, গত এক দেড় বছর ধরে সরকারী-বেসরকারী বিভিন্ন সেবা ও সার্ভিসে ফি বাড়ানো হচ্ছে। যেমন বিদুৎ-গ্যাস-পানির বিল, বাস ভাড়া প্রভৃতি। এগুলো কিন্তু দেশের অর্থনীতির বাইরের কোনো বস্তু নয়। বরং এগুলোকে নিয়েই আমরা বলি সামষ্টিক অর্থনীতি। এসব সেবা ও ফি বৃদ্ধিকে মূল্যস্ফীতি বৃদ্ধির পূর্ববর্তী লক্ষণ বলা যেতে পারে। কারণ, এগুলোর সঙ্গে উৎপাদন জড়িত। উৎপাদন ব্যয় বাড়লে পণ্যের দরও বাড়বে।

তিনি বলেন, মূল্যস্ফীতি দ্রুত হলে ছোট মুদ্রাগুলো দ্রুত মরে যায়। তবে কেন্দ্রীয় ব্যাংক সব সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করে থাকে। যদি মূল্যস্ফীতি স্থিতিশীল রাখতে পারি তাহলে হয়ত আরো কিছুদিন ৫ টাকার ব্যবহার থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি