মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রিজার্ভ চুরি: বাংলাদেশ ব্যাংকের জড়িতদের গ্রেফতার শিগগির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

265952_1

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। তারা ইচ্ছাকৃতভাবে কম্পিউটার ব্যবস্থায় এমন গলদ তৈরি করে রাখেন যা হ্যাকারদের চুরিতে সাহায্য করেছে। এ ঘটনায় জড়িতদের শিগগির গ্রেফতার করা হবে বলে সিআইডি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

স্মরণকালের সবচেয়ে বড় রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে বাংলাদেশ ব্যাংকে। গত ফেব্রুয়ারিতে হ্যাকাররা ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করে নিয়ে যায়।

সিআইডির ফরেনসিক ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান শাহ আলম বার্তা সংস্থাকে ইঙ্গিত দেন, এর সঙ্গে জড়িতদের শিগগির গ্রেফতার করা হবে।

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ সরকারের করে দেয়া তদন্ত দলের প্রধান ফরাসউদ্দীন বৃহস্পতিবার বলেন, ব্যাংকের পাঁচ কর্মকর্তা এই রিজার্ভ চুরির ঘটনায় দায়িত্ব অবহেলায় জড়িত।

শাহ আলম বলেন, কয়েকজন ব্যাংক কর্মকর্তার জ্ঞাতসারে সুইফট গ্লোবাল মিসেজিং পেমেন্ট ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি করে রাখেন। বিদেশি চোরদের সহযোগিতা করার জন্য সুইফট ব্যবস্থাকে কয়েকজন ব্যাংক কর্মকর্তা ধীরে ধীরে অরক্ষিত করে তোলে। তারা ভালো করেই জ্ঞাত ছিলেন যে তারা কি করছেন। সিআইডি কর্মকর্তা শাহ আলম অবশ্য দায়ীদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা খুঁজে দেখার চেষ্টা করছি মধ্যম পর্যায়ের ওই কর্মকর্তাদের কিভাবে হ্যাকারদের সঙ্গে সংযোগ স্থাপিত হল। অভিযুক্তদের গ্রেফতার করা হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিগগির তাদের গ্রেফতার করবো।

সিআইডি কর্মকর্তা শাহ আলমের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সুভঙ্কর সাহা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

চুরির ঘটনা তদন্তে নিয়োজিত অপর এক কর্মকর্তা বলেন, শতাধিক ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের অনেকেরই দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি