শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তান রণতরী আর যুদ্ধবিমান নিয়ে সুবিশাল ফোর্স গড়ল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

266115_1
ডেস্ক রিপোর্টঃ

যেকোনো হুমকি মোকাবেলায় পাকিস্তানের নৌবাহিনী গোয়াদর বন্দর ও সংলগ্ন সাগর পথের নিরাপত্তা নিশ্চিত করতে টাস্ক ফোর্স-৮৮ বা টিএফ-৮৮ গঠন করল। চলতি সপ্তাহে এই বাহিনী পুরোদমে কাজে নেমে পড়বে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে গোয়াদর বন্দর এবং সংশ্লিষ্ট সাগর পথের কার্যক্রম বহুগুণে বাড়বে। পাশাপাশি নানা হুমকি বাড়তে থাকার প্রেক্ষাপটে এই বাহিনীর প্রয়োজন অনিবার্য হয়ে উঠেছে বলে পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে।

পাকিস্তান নৌবাহিনীর পদস্থ এক কর্মকর্তা বলেন, রণতরী, দ্রুত আক্রমণে ব্যবহারযোগ্য জাহাজ, বিমান, ড্রোন এবং নজরদারির ব্যবস্থা সমন্বয়ে গঠিত হয়েছে টিএফ-৮৮। এ ছাড়া, গোয়াদর বন্দরের চারপাশে নিরাপত্তা অভিযানে বাড়তি মেরিন সেনাও নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ওই কর্মকর্তা দাবি করেন, সাধারণভাবে পাকিস্তান নৌপথের নিরাপত্তা সংক্রান্ত সব চ্যালেঞ্জ আসে ভারতের দিক থেকে। গোয়াদার বন্দরে চিনা সংশ্লিষ্টতা এবং সিপিইসি চালু হওয়ায় এ নিরাপত্তা পরিবেশ আরো জটিল আকার ধারণ করেছে। তিনি আরো দাবি করেন, গোয়াদরকে আরব সাগরে চিনের ঘাঁটি এবং মালাক্কার জন্য হুমকি হিসেবে গণ্য করছে ভারত। ফলে পাক-চিন প্রকল্প প্রতিহত করতে গোয়াদর সংলগ্ন সীমান্ত এলাকায় ভারত তৎপরতা বাড়িয়েছে বলে দাবি তার। আর সেই কারনে উন্নত মানের সামরিক সরঞ্জাম নিয়ে উন্নতমানের টাস্ক ফোর্স গঠন করল পাকিস্তান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি