শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের পরমাণু সাবমেরিন মোকাবিলায় প্রস্তুত হয়েছেন পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

266132_1

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (জাতিসংঘ ও অর্থনৈতিক সহযোগিতা) অতিরিক্ত সচিব তাসনিম আসলাম মঙ্গলবার বলেছেন, ভারত পরমাণু সাবমেরিন তৈরি করছে।

ইসলামাবাদে এক সেমিনারে বক্তৃতাকালে আসলাম দাবি করেন, ভারত প্রতিনিয়ত পরমাণু ভা-ার গড়ে তুলছে।

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে নিজের প্রতিরক্ষার জন্য প্রস্তুত হওয়া ছাড়া পাকিস্তানের কাছে আর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, পাকিস্তান তার ন্যূনতম সামর্থ্য বজায় রেখে চলেছে।

তিনি আরো জানান, ভারতীয় নেতৃত্বের ‘দায়িত্বহীন বক্তব্য’ আঞ্চলিক শান্তির প্রতি হুমকি সৃষ্টি করছে।

পাকিস্তানের অতিরিক্ত সচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতকে পরমাণু সরবরাহ গ্রুপের সদস্যপদ দেওয়া হলে আঞ্চলিক শক্তি-ভারসাম্য নষ্ট হয়ে যাবে।

তিনি অভিযোগ করেন, ভারত অ-রাষ্ট্রীয় উপাদানের মাধ্যমে সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে এলেও আসলে সন্ত্রাসী কার্যক্রমে ভারত সরকারেরই সম্পৃক্ততা পাওয়া গেছে।

তিনি দাবি করেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য দায়ী।

চলতি মাসের প্রথম দিকে অমৃতসরে অনুষ্ঠিত ‘হার্ট অব এশিয়া’ সম্মেলন প্রসঙ্গে আসলাম দাবি করেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা সরতাজ আজিজের পথে ভারত কূটনৈতিক প্রতিবন্ধকতা স্থাপন করেছিল।

তিনি জানান, ‘সম্মেলনে পাকিস্তানের ওপর চড়াও হওয়ার ভারতীয় চেষ্টা সত্ত্বেও আমরা অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আফগানিস্তানকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছি।’

আসলাম দাবি করেন, পাকিস্তানের উপস্থিতির কারণেই ভারত সম্মেলনটিকে হাইজ্যাক করতে পারেনি।

আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না হলে পাকিস্তান ‘শিগগিরই ১০ টুকরায় ভাগ হবে’ বলে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য করার এক দিন পর আসলাম এই বক্তব্য রাখলেন।

গত সেপ্টেম্বরে উরির সেনা ঘাঁটিতে হামলার জের ধরে কথিত ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এরপর থেকে কাশ্মিরে প্রায়ই গোলা বিনিময়ের খবর পাওয়া যাচ্ছে। হতাহতের ঘটনা ঘটছে উভয় পক্ষেই।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কূটনৈতিকভাবে পাকিস্তানকে নিঃসঙ্গ করার চেষ্টা জোরদার করেছেন।

গত জুলাই মাসে সরকারি বাহিনীর হাতে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে কাশ্মির অশান্ত রয়েছে। বিক্ষোভ দমন করতে ভারত নৃশংস দমন অভিযান চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাকিস্তান বলছে, কাশ্মিরের নৃশংসা এবং মানববতাবিরোধী কার্যক্রম থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতেই ভারত সীমান্ত উত্তেজনাকে উস্কে দিচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি