শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে উৎসব-আনন্দে ব্যাপক প্রস্তুতি বিজয় দিবস উদযাপনের জন্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

266137_1

ডেস্ক রিপোর্টঃ

বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেবেন প্রবাসের মুক্তিযোদ্ধারা। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ম্যানহাটান, ওজোনপার্ক ও চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে ব্রুকলিনে গ্রিনহাউজ পার্টি সেন্টারে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে বেশ কটি অনুষ্ঠানের মধ্যে ব্রুকলিনের এ অনুষ্ঠানেই মুক্তিযোদ্ধাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। মুক্তিযোদ্ধারাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। ’ যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সর্বস্তরের কর্মকর্তারাও এ অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে, বিজয় দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার অপরাহ্নে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে আরেকটি অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সম্মিলিত উদ্যোগে। এ অনুষ্ঠানে স্থাপন করা হবে জাতীয় স্মৃতিসৌধ এবং সেখানে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করবেন মুক্তিযোদ্ধা-জনতা। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের স্মৃতিচারণ করবেন বলে আয়োজকরা জানান।

নিউইয়র্কে বাংলাদেশ মিশন এবং কন্স্যুলেটেও বিজয় দিবস উপলক্ষে পৃথক দুটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির ব্যানারে বিজয় দিবসের সমাবেশ হবে ১৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে। এ সংগঠনের চেয়ারম্যান আকতার হোসেন বাদল বলেন, আমাদের এ সমাবেশেই বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীর সমাগম ঘটবে।

এছাড়া ফ্লোরিডা, জর্জিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়া, বোস্টন, লসএঞ্জেলেস, টেক্সাস, কানেকটিকাট, মিশিগান, শিকাগোতেও বিজয় দিবস উদযাপনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে বিজয় দিবসের সমাবেশ হবে বলে জানা গেছে। মিশন, দূতাবাস এবং কন্স্যুলেটের কর্মসূচিতে ভিনদেশী কূটনীতিক ছাড়াও একাত্তরে মুক্তিযুদ্ধের সমর্থনে কাজ করেন এমন সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি