শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিতে হজ শেষেও না ফেরাদের জেল-জরিমানা করছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

266139_1
ডেস্ক রিপোর্টঃ

ওমরাহ হজ অথবা ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা সৌদিতে অবস্থান করছেন তাদের সতর্ক করেছে দেশটির পাসপোর্ট বিভাগ (জাওয়াযাত)। এক বিবৃতিতে জানানো হয়েছে, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশে ফিরছেন না তাদের জরিমানা ৫০ হাজার সৌদি রিয়াল অথবা ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

জাওয়াযাতের এক বিবৃতিতে জানানো হয়েছে, কোনো উমরা হজযাত্রী বা ভ্রমণকারী তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদিতে অবস্থান করতে পারবে না।

বিমান, স্থলপথ বা সাগর পথে করে দেশটিতে ভ্রমণ করছেন এমন সবাইকেই উদ্দেশ করে এই সতর্কতা জারি করা হয়েছে। নির্দিষ্ট মেয়াদ শেষে তাদের সবাইকে দেশে ফিরে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

যারা ওমরাহ বা ভ্রমণ ভিসায় সৌদিতে সফর করছেন তাদের অবশ্যই কঠিনভাবে ভিসার মেয়াদ মেনে চলতে হবে।

ভ্রমণকারীরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অবস্থান করলে তাদের শিগগিরই দেশে ফেরার জন্য এবং তাদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য দেশটির নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। যারা ভ্রমণকারীদের মেয়াদ শেষের পরে অবস্থান করার তথ্য জেনেও কর্তৃপক্ষকে কিছু না জানাবে তাদেরও শাস্তি দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

যারা কোনো হজযাত্রী বা ভ্রমণকারীকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অবস্থান করার বিষয়ে সহায়তা করবে তাদের ১ লাখ টাকা জরিমানা, ছয়মাসের কারাদণ্ড এবং প্রবাসী হলে দেশে ফেরত পাঠানো হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হজ কোম্পানীগুলোকেও বিলম্বিত হজযাত্রী এবং ভ্রমণকারীদের তথ্য দিতে বলেছে জাওয়াযাত। তারা এসব তথ্য না দিলে তাদেরও বড় অংকের জরিমানা গুনতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি