মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজস্ব ঘাটতি চার মাসে ২১ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

266123_1
ডেস্ক রিপোর্টঃ

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে রাজস্ব আদায়ে বিরাট অংকের ঘাটতি সৃষ্টি হয়েছে। অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ৬৯ হাজার ৫৩৭ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে মাত্র ৫৪ হাজার ৯৪৩ কোটি টাকা। অর্থাৎ এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে ১৪ হাজার ৫৯৩ কোটি ৯৪ লাখ টাকা বা ২০.৯৮ শতাংশ। এ সময়ে আয়কর, আমদানি-রফতানি শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক)— এ তিন খাতেই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৪ মাসে করদাতার হিসাবে উল্লম্ফন দেখালেও সে অনুপাতে রাজস্ব আদায় করতে পারেনি এনবিআর। ব্যর্থ হয়েছে পার্টনারশিপ ডায়ালগসহ এনবিআরের ঊর্ধ্বতন মহলের নানামুখী তৎপরতা। অর্থবছরের প্রথম প্রান্তিকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে ছিটকে পড়েছে প্রতিষ্ঠানটি। ফলশ্রুতিতে অর্থবছরের ৪ মাসেই ১৪ হাজার ৫৯৩ কোটি ৯৪ লাখ টাকার বিশাল ঘাটতি দেখা দিয়েছে।

তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত সময়ে আমদানি ও রফতানি শুল্ক বাবদ ২০ হাজার ৯২৮ কোটি ৯ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অথচ ৪ মাসে এ খাত থেকে মাত্র ১৫ হাজার ৫৩৪ কোটি ৮৬ লাখ টাকা আদায় করতে পেরেছে এনবিআর। এ খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ৩৯৩ কোটি ২৩ লাখ টাকা কম আদায় হয়েছে।

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মূল্য সংযোজন কর (মূসক) বাবদ ২৭ হাজার ২৫ কোটি ৩৫ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর এ সময়ে আদায় হয়েছে ২৪ হাজার ৮৫৩ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ লক্ষমাত্রার চেয়ে এখাতে ২ হাজার ১৭১ কোটি ৬৩ লাখ টাকা কম আদায় হয়েছে।

অর্থবছরের প্রথম ৪ মাসে সবচেয়ে বেশি ঘাটতি সৃষ্টি হয়েছে আয়কর খাতে। এখাতে ঘাটতির পরিমাণ প্রায় ৭ হাজার ২৯ কোটি ৮ লাখ টাকা। অক্টোবর পর্যন্ত ২১ হাজার ৫৮৪ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ১৪ হাজার ৫৫৪ কোটি ৯২ লাখ টাকা আদায় করতে পেরেছে এনবিআর।

এ বিষয়ে জানতে চাইলে অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে কিছুটা কম আদায় হলেও চলতি অর্থবছরে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি রাজস্ব আদায় হচ্ছে। এছাড়া অন্যান্য বছরের রাজস্ব আদায়ের গতি প্রকৃতি বিশ্লেষণ করলেও দেখা যায় অর্থবছরের শুরুতে রাজস্ব কম আদায় হয়। শেষ প্রান্তিকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। কারণ, বড় করদাতারা বছরের শেষের দিকে কর পরিশোধ করেন। অর্থবছরের শেষে রাজস্ব ঘাটতি থাকবে না।

তিনি বলেন, দেশজুড়ে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছে এনবিআর। সঠিক হারে রাজস্ব পরিশোধ করা রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব। সবার মাঝে এ চেতনা বোধ তৈরি করতে কাজ করছে এনবিআর। পুরো বছরই করদাতারা এখন উৎসবমুখর পরিবেশে কর পরিশোধের সুযোগ পাবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি