সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সত্যিকার সুখী হতে পয়সা নয়, দরকার ভালোবাসার: গবেষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

133342couple-romance-wallpaper

পূর্বাশা ডেস্ক:

অর্থ আপনাকে সুখী করতে পারে। কিন্তু এতটা সুখ দিতে পারে না যা দিতে পারে ভালোবাসা এবং স্বাস্থ্যকর মন।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের নতুন এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়।

এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থপূর্ণ সম্পর্কে জড়িয়ে থাকা এবং স্বাস্থ্যকর  মানসিক অবস্থা। যেকোনো মানুষের অর্থনৈতিক সফলতার চেয়ে এই দুটো জিনিস দীর্ঘমেয়াদি সুখ দিতে পারে।

গবেষক রিচার্ড লেয়ার্ড জনান, যে জিনিস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং যার কারণে কষ্ট লাঘব হয় তা হলো সামাজিক সম্পর্ক এবং দৈহিক ও মানসিক স্বাস্থ্য।

গোটা বিশ্বের ২০ লাখ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়। কোন বিষয়গুলো তাদের ভালো রাখে, এমন প্রশ্নের জবাব থেকে ফলাফল বেরিয়ে আসে।

পরীক্ষায় সুখ পরিমাপে ০-১০ পয়েন্টের স্কেল ব্যবহার করা হয়। দেখে গেছে, কোনো মানুষের বেতন দ্বিগুন হওয়ার কারণে যে সুখ বাড়ে তার পয়েন্ট ০.২। কিন্তু নতুন সঙ্গী বা সঙ্গিনীর দেখা মিললে এর মাত্রা ০.৬ পয়েন্টে দাঁড়ায়। সঙ্গী-সঙ্গিনীর বিচ্ছেদ বা মৃত্যুতেও সুখ কমে আসে সমান হারে।

এদিকে, বিষণ্নতা বা উদ্বেগের কারণে সুখ কমে ০.৭ পয়েন্ট। কাজেই মানসিক অবস্থা কোনো মানুষের সুখের অন্যতম শর্ত হয়ে দাঁড়ায়।

গবেষকরদের বিশ্বাস, দেশের মানুষের সুখের মাত্রা বৃদ্ধিতে নীতি নির্ধারকদের সহায়তা করতে পারে এ গবেষণা। সূত্র: হিন্দুস্তান টাইমস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি