সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৬ টিপ্‌স শীতে তৈলাক্ত ত্বকের যত্নে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৬

image-10878
ডেস্ক রিপোর্টঃ

ঠাণ্ডা পড়তে শুরু করে দিয়েছে। সকালে উঠেই টান ধরছে ত্বকে। রোদে বাইরে বেরোলেও ধুলো, ময়লা জমে ত্বকের হাল হচ্ছে আরও খারাপ। তৈলাক্ত হোক, শুষ্ক বা মিশ্র। সব রকম ত্বকেরই এই সময় নানান সমস্যা দেখা দেয়। তাই শুরু থেকেই যত্ন নেয়া প্রয়োজন। তবে তৈলাক্ত ত্বকে ভিন্ন যত্ন দরকার। জেনে নিন কীভাবে যত্ন নেবেন তৈলাক্ত ত্বকের।

সানস্ক্রিন: সঠিক সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন তৈলাক্ত ত্বকের জন্য। জেল বেসড সানসক্রিন নয়, ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করুন।

এক্সফোলিয়েট: তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেডস, হোয়াইট হেডসের সমস্যা থাকে। শীত কালে যাপ্রকট ভাবে মুখে ফুটে ওঠে। তাই এই সময় নিয়মিত ত্বক পরিষ্কার ও এক্সফোলিয়েট করা প্রয়োজন।

টি ট্রি অয়েল: এই সময় ঠান্ডা জলে স্নান করলে সর্দি, কাশির সম্ভাবনা থাকে। কিন্তু গরম জলে স্নান করলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই স্নানের জলে মেশান টি ট্রি অয়েল।

হাইড্রেটেড: আবহাওয়া শুষ্ক হতে থাকায় শরীরেরও এই সময় বেশি জলের প্রয়োজন হয়।ত্বকেও ফুটে ওঠে সেই প্রয়োজনীয়তা। তাই প্রতি দিন ৮ থেকে ১০ গ্লাস জল পান করুন।

হেলদি ডায়েট: মরসুম বদলের সময় শরীরকে এই বদলের সঙ্গে মানিয়ে নিতে হয়। যার প্রভাব ত্বকেও পড়ে। তাই সবচেয়ে আগে নজর দেওয়া উচিত্ ডায়েটে। স্বাস্থ্যকর খাবার খান।

অয়েল ফ্রি মেক আপ: যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে শীত কালে অয়েল ফ্রি মেক আপ ব্যবহার করুন। আবহাওয়া শুষ্ক বলে অয়েল বেসড মেক আপ ব্যবহার করতে যাবেন না। এতে ধুলো, ময়লা ত্বকে বসে গিয়ে ত্বকের ক্ষতি হবে। ওয়াটার বেসড মেক আপ ব্যবহার করুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি