সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এই শীতে ত্বক ও চুলের যত্নে ডিম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

image-11272

ডেস্ক রিপোর্টঃ

অনেকেরই প্রিয় খাবার ডিম। সন্দেহাতীতভাবেই ডিম শরীরের জন্য পুষ্টিকর। তবে শরীরের পাশাপাশি চুল ও ত্বকের যত্নেও এই ডিম বেশ উপকারী। আর তাই ডায়েটিশিয়ানদের মতোই বিউটিশিয়ানদেরও পছন্দের তালিকায় রয়েছে ডিম। তাছাড়া এই শীতে চুল ও ত্বকে দেখা দেয় নানান সমস্যা। যা আপনি ডিম দিয়ে সহজেই সমাধান করতে পারেন। তাহলে আসুন আজ জেনে নেয়া যাক এই শীতে কীভাবে ডিম দিয়ে ত্বক ও চুলের যত্ন নেবেন।

শুষ্ক স্ক্যাল্প: শীত কালে স্ক্যাল্প শুষ্ক মনে হলে দুটো ডিম, ১-২ টেবল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ৩০-৪৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

স্বাস্থ্যজ্জ্বল চুল: ডিম ও মধু ময়শ্চারাইজ করে চুল। ডিম পুষ্টি জোগায়। দুটো ডিম, দুই টেবল চামচ দুধ ও ১ টেবল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট লাগিয়ে রেখে শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন।

রোমকূপ: ত্বকের রোমকূপের সমস্যায় দুটো ফেটানো ডিমের সাথে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত চুল: অতিরিক্ত তৈলাক্ত চুলের সমস্যায় দুটো ডিমের সাদা অংশ ফেটিয়ে ১ টেবল চামচ লেবুর রস মিশিয়ে লাগান। এতে চুলের অতিরিক্ত তৈলাক্ত ভাব কেটে গিয়ে উজ্জ্বল চুল ফিরে পাবেন।

রুক্ষ চুল: অতিরিক্ত রুক্ষ চুলের সমস্যায় দুটো ডিমের সাথে মেয়োনিজ মিশিয়ে পুরো চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে থাকুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিলে চুলের রুক্ষ ভাব কেটে গিয়ে বশে এসে যাবে।

উজ্জ্বল ত্বক: নির্জীব ত্বক উজ্জ্বল করতে দুটো ডিমের সঙ্গে এক চা চামচ টাটকা দই মিশিয়ে প্যাক ত্বকে লাগান। ২০-২৫ মিনিট রেখে প্যাক শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বক: শীত কালে শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে একটা ডিমের সাথে আধ চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখ ও গলায় লাগিয়ে রাখুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হাইড্রেট করে শুষ্ক ভাব কমাবে।

আ্ন্ডার আই ব্যাগ: ডিমের সাদা অংশ শিথিল ত্বক টাইট করতে সাহায্য করে। আন্ডার আই ব্যাগ কমাতে ডিমের সাদা অংশ ফেটিয়ে চোখের কোলে ১০ মিনিট লাগিয়ে রাখুন। জল দিয়ে ধুয়ে ফেলুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি