মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২০২৪ সালেই ‘উন্নয়নশীল’ দেশ হবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

jj-2

ডেস্ক রিপোর্টঃ

২০২৪ সাল নাগাদ বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ পরিণত হবে বলে মনে করছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংন্থা আংকটাডের। প্রতিষ্ঠানটির স্বল্পোন্নত দেশ এলডিসির রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়। সকালে গবেষণা সংস্থা সিপিডি রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট প্রকাশ করছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ১৬টি দেশের উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসবের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছে আফগানিস্থান, অ্যাঙ্গোলা, ভুটান, জিবুতি, গিনি, কিরিবাতি, লাওস, মিয়ানমার, নেপাল, সাওতুমে, সলোমন দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর, টুভালু, ভানুয়াতু ও ইয়েমেন। এর মধ্যে বাংলাদেশ, আফগানিস্থান, জিবুতি, লাওস, মিয়ানমার ও ইয়েমেন ২০২৪ সালে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে। অন্যরা আরো আগেই এ মর্যাদা অর্জন করবে।

১৯৭১ সালে বিশ্বের দেশগুলোকে উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত এই তিনটি শ্রেণিতে ভাগ করে জাতিসংঘ। বর্তমানে স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে ৪৮টি দেশ। প্রতি তিন বছর অন্তর এ তালিকা পর্যালোচনা করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। যেসব দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করে, কমিটি সেসব দেশের নাম উন্নয়নশীল দেশে উন্নীত করতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) কাছে পাঠায়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এর চূড়ান্ত অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।

২০১৫ সালে সিডিপির সর্বশেষ বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য তিনটি শর্ত নির্ধারণ করা হয়। এসবের মধ্যে রয়েছে তিন বছর ধরে সামষ্টিক মাথাপিছু আয় এক হাজার ২৪২ ডলার অর্জন করা। বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে এক হাজার ৪৬৫ ডলার।

দ্বিতীয় শর্তে গুরুত্ব পেয়েছে মানবসম্পদ উন্নয়ন। এর মধ্যে আছে অপুষ্টি দূর করা, শিশুমৃত্যুর হার কমানো, শিশুদের স্কুলে ভর্তির হার বাড়ানো এবং বয়স্ক শিক্ষার হার। মানবসম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ উন্নতি করলেও এখনো তা অর্জনের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি। এ ক্ষেত্রে জাতিসংঘের মানদ-ে ৬৬-এর মধ্যে বাংলাদেশ অর্জন করেছে ৬৩।

পরের শর্তটি হলো অর্থনৈতিক ঝুঁকি কমানো। সে ক্ষেত্রেও বাংলাদেশ উন্নতি করছে। এ ক্ষেত্রে অর্জনের খুব কাছাকাছি বাংলাদেশ। জাতিসংঘের মানদ-ে ৩৬ প্রয়োজন, বাংলাদেশের রয়েছে ৩৩।

সরকার আশা করছে, ২০১৭ সালের মধ্যেই অর্থনৈতিক ঝুঁকি কমানোর সূচকে মানদ- পূরণ করা সম্ভব হবে। এই তিনটি শর্তের মধ্যে যেকোনো দুটি শর্ত পূরণ করে পর পর দুই মেয়াদে (ছয় বছর) তা ধরে রাখতে পারলেই একটি দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় জায়গা করে নিতে পারে। অন্য দুটি শর্ত পূরণ করতে না পারলেও শুধু মাথাপিছু আয় দ্বিগুণ করলেও বা দুই হাজার ৪৮৪ ডলারে উন্নীত হলেও বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে পারবে।

আংকটাডের প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ২০১৪ সালে সবচেয়ে বেশি বৈদেশিক উন্নয়ন সহায়তা পাওয়া আটটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। ওই বছর আফগানিস্থান সর্বোচ্চ ৩ দশমিক ৯ বিলিয়ন (৩৯০ কোটি) ডলার উন্নয়ন সহায়তা পেয়েছে। এ ছাড়া দক্ষিণ সুদান ১ দশমিক ৬ বিলিয়ন ডলার, তানজানিয়া ১ দশমিক ৫ বিলিয়ন ডলার, মোজাম্বিক ১ দশমিক ৪ বিলিয়ন ডলার, বাংলাদেশ ১ দশমিক ৪ বিলিয়ন (১৪০ কোটি) ডলার, কঙ্গো ১ দশমিক ২ বিলিয়ন ডলার এবং মিয়ানমার ১ দশমিক ২ বিলিয়ন ডলার পেয়েছে।

স্বল্পোন্নত কয়েকটি দেশে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ এলেও বাংলাদেশসহ আরো কয়েকটি দেশে কাক্সিক্ষত বৈদেশিক বিনিয়োগ আসছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে অ্যাঙ্গোলায় বিদেশি বিনিয়োগ বেড়েছে ৩৫২ শতাংশ। এ ছাড়া মিয়ানমারে ১৯৮ শতাংশ, লাইবেরিয়ায় ৮৫ শতাংশ, নেপালে ৭৪ শতাংশ এবং লাওসে ৬৯ শতাংশ। বাংলাদেশ, গিনি, গিনি বিসাউ, সলোমন দ্বীপপুঞ্জ, সোমালিয়া ও সুদানেও বেড়েছে বৈদেশিক বিনিয়োগ। তবে এই সময়ে বিদেশি বিনিয়োগ কমেছে বুরুন্ডি, কিরিবাতি, গাম্বিয়া, ভুটান ও বুরকিনা ফাসোতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি