সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সঠিক-পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করার মত এত বোকা সরকার না!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৬

267528_1
পূর্বাশা ডেস্কঃ

‘রিজার্ভ হ্যাকিংয়ে সঠিক তদন্ত রিপোর্টটি আমরা কবে পাব?’- এই শিরোনামে লিখেছেন প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন Zakaria Swapanclick here।

প্রথমত: ড.ফরাসউদ্দিন,ড. কায়কোবাদের করা সস্পূর্ণ তদন্ত রিপোর্টটি আমরা কোনও দিন-ই পাব না।

দ্বিতীয়ত: তর্কের জন্যে বলছি, ধরলাম রিপোর্টটি প্রকাশ করা হলো।

তো? তাতে কী হবে?

চোরদের কয়েকজনের নাম জানা যাবে,এই তো!

শেয়ার বাজার চোরদের নামও আমরা জেনেছিলাম,খন্দকার ইব্রাহীম খালেদের তদন্ত রিপোর্ট থেকে। তাতে সেই চোরদের কারোরই কোনও ক্ষতি হয়নি,পদ-পদবি প্রাপ্তি- লাভ হওয়া অব্যাহত আছে।

রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট প্রকাশিত হলে, বিদেশী প্রযুক্তি পরামর্শক ব্যক্তি-প্রতিষ্ঠানরের সম্পৃক্ততার প্রসঙ্গ সামনে চলে আসবে। ‘২৮ বিলিয়ন ডলার এনে দেওয়ার দাবিদার’- সাবেক এই গভর্ণরের নাম আবার আলোচনায় আসবে। অধিকতর তদন্তের প্রসঙ্গ আসবে। তাতে আরও বড় কর্তাদের নাম চলে আসতে পারে।

সুতরাং সঠিক-পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করার মত এত বোকা সরকার না!

আমাদের দেশীয় প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে একটি অনুরোধ প্রথম থেকে করে আসছি,আবারও করছি। আপনারা একটু সাহস অর্জন করে কথা বলেন।

বাংলাদেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত দিকটি কী বিদেশী ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে থাকবে? দেশীয় বিশেষজ্ঞরা কাজটি করার সামর্থ রাখেন কিনা?

বিদেশী বিশেষজ্ঞ ভাড়া করে আনলেও,নিরাপত্তার মূল কাজটি দেশীয় বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে থাকা দরকার কিনা? এখন নিরাপত্তার দিকটি কারা দেখছেন?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি