মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যাংকিং লাইসেন্স পাবে না মোবাইল অপারেটররা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৬

bangladesh-bank20161219134601
নিজস্ব প্রতিবেদক:

মোবাইল ফোন অপারেটরদের ব্যাংকিং লাইসেন্স দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী।

তিনি বলেন, মোবাইল অপারেটদের নিয়ন্ত্রণ করে বিটিআরসি। আর ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। তাই মোবাইল ফোন অপারেটরদের ব্যাংকিং কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে না।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সার্ক ফাইন্যান্স সেমিনার অন ইমপেক্টস অব মোবাইল ফাইন্স্যাসিয়াল সার্ভিসেস ইন দ্য সার্ক রিজন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এস কে সুর চৌধুরী বলেন, মোবাইল ফোন অপারেটরদের মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি দেয়ার পর কোন অনিয়ম করলে বাংলাদেশ ব্যাংকের কিছু করার থাকবে না।

তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সন্ত্রাসে অর্থায়ন করা সহজ। কিন্তু তফসিলি ব্যাংকগুলোকে কঠোরভাবে মনিটর করে বাংলাদেশ ব্যাংক। এতে সন্ত্রাসে অর্থায়নের সুযোগ থাকে না। অন্যদিকে গ্রামীণফোন, বাংলালিংক, রবিসহ অন্যান্যদের ক্ষেত্রে এ মনিটরিং কঠিন। তাই এই মুহূর্তে মোবাইল অপারেটদের ব্যাংকিং সেবার লাইসেন্স দেওয়া হবে না।

ডেপুটি গভর্নর বলেন, বর্তমানে দেশে ৫৬টি তফসিলি ব্যাংক রয়েছে। এর মধ্যে ২৫টিকে মোবাইল ফ্যাইন্সিয়াল সার্ভিস প্রদানের লাইসেন্স দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৮টি ব্যাংক তাদের কার্যক্রম চালাচ্ছে। যা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে মোবাইল অপারেটদের নিয়ন্ত্রণ করে বিটিআরসি।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোর ভালো-মন্দ দেখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। মোবাইল অপারেটদের ব্যাংকিং সেবা দেয়ার অনুমতি দেওয়ার আগে আমাদের ব্যাংকগুলোর স্বার্থ দেখতে হবে।

সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সেমিনারে মূল প্রবদ্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.এম.এ. বাকী খলিলি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি