মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৬

1482180756_87

পূর্বাশা ডেস্ক:

প্রথমবারের মতো দলীয়ভাবে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। তাই এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তবে কোনো ছাড় দেওয়া হবে না। সবাই দেখবে এই নির্বাচনে আমরা কতটা শক্ত অবস্থান নিয়েছি এবং অভিজ্ঞতার ভাণ্ডার উজার করে দিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বীরা শঙ্কা করতেই পারেন। মানুষের মনেও শঙ্কা আসতেই পারে। তবে ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সবই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ভীত হবেন না, নির্বিঘ্নে ভোট দিতে আসবেন। সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি