শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তপ্ত মরুভূমিতে মাছের চাষ, নেপথ্যে বাংলাদেশি (ভিডিও)


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:    সৌদি আরবের আল খারিজ শহর। যেখানে তপ্ত মরুভূমিতে কৃত্রিম পুকুরে হচ্ছে, মাছের চাষ। আর এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে কাজ করছেন একজন প্রবাসী বাংলাদেশি। ২৪০ হেক্টর জমিতে গড়ে ওঠা ফিশারিজে কর্মসংস্থান হয়েছে আরো বেশ কিছু বাংলাদেশির।

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা থেকে এক হাজার কিলোমিটার দূরের শহর আল খারিজ। অবিশ্বাস্য হলেও, এই শহরের তপ্ত মরুভূমিতে কৃত্রিম পুকুরে হচ্ছে মাছের চাষ। আল সাহাব ফিসারিজ নামের একটি প্রতিষ্ঠান প্রায় ২৪০ হেক্টর জমিতে, ইট, বালি আর সিমেন্ট দিয়ে তৈরি করেছে এমন ৩২০টি পুকুর। অভিনব এ খামারটি গড়ে উঠেছে, এক বাংলাদেশির হাত ধরে। তিনি কুমিল্লার শহীদুল্লাহ, পরিচালকের দায়িত্ব পালন করছেন ১৫ বছর ধরে।

শহীদুল্লাহ জানালেন, মরুভূমিতে মাছ চাষের প্রক্রিয়ার কথা। বললেন, দেশ থেকে মাছ চাষের ওপর দুই বছরের প্রশিক্ষণ নেয়ায় পেয়েছেন বাড়তি সুবিধা। তবে বালির সমুদ্রে মাছ চাষের ঝুঁকিও কম নয়। নিয়মিত জোগান দিতে হয় অক্সিজেন, পানি ও খাবার। একটু গাফিলতিতেই হবে বড় ধরনের ক্ষতি।

শহীদুল্লাহর খামারের মাছ বাজারজাত করা হয় সৌদি আরবের বিভিন্ন শহরে। আর এ কাজে তাকে সহযোগিতা করেন প্রায় ৭০ জন কর্মী, যাদের বেশিরভাগই বাংলাদেশি।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি