শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিআরব প্রবাসী শ্রমিকের উপর নতুন ফি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:

সৌদিআরব, ২০১৭ সাল থেকে সৌদি আরবে কর্মরত প্রবাসীদের উপর নতুন ফি আরোপ করতে যাচ্ছে সৌদি সরকার।

বিভিন্ন ধাপে ২০২০ সাল নাগাদ শ্রমিক প্রতি এই ফি গিয়ে দাঁড়াবে ৮০০ সৌদি রিয়াল পর্যন্ত।

বর্তমানে  প্রত্যেক বিদেশী শ্রমিকের জন্য প্রতি মাসে ২০০ রিয়াল করে বছরে ২৪০০রিয়াল যোগ ১০০রিয়াল সহ ২৫০০রিয়াল ফি প্রদান করার নিয়ম আছে। কিন্তু এটা আগামী বছর (২০১৭) থেকে ধীরে ধিরে বাড়তে থাকবে। ২০২০ সাল নাগাদ বাজেট ঘাটতি কমানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। আগামী বছর থেকে প্রবাসী শ্রমিকদের কাছ থেকেও আরো বেশি পরিমাণে ফি নেয়া হবে। দেশটিতে বিদেশী শ্রমিক নিয়োগ নিরুৎসাহিত করে সৌদি নাগরিকদের নিয়োগকে উৎসাহিত করার জন্য এই পদ্ধতি বেছে নেয়া হয়েছে।

২০১৭ সাল থেকে সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকের সাথে বসবাসরত তার পরিবারের সদস্য বা তার উপর নির্ভরশীলদের ক্ষেত্রেও ফি দিতে হবে। ২০১৭ সালের জুলাই মাস থেকে এটা কার্যকর হবে। বর্তমানে সৌদি নাগরিক বা বিদেশী শ্রমিক কাউকেই ট্যাক্স দিতে হয় না। সৌদি সরকার বলছে, ট্যাক্সের সিদ্ধান্ত আগের মতোই থাকবে।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়,

২০১৭ সাল//

সৌদি প্রবাসীদের উপর নির্ভরশীল বা সাথে বসবাসরত প্রত্যেক সদস্যের জন্য মাসে ১০০ রিয়াল করে অতিরিক্ত ফি দিতে হবে। জুলাই থেকে এটা শুরু হবে।

২০১৮ সাল//

সৌদি প্রবাসীদের উপর নির্ভরশীল বা সাথে বসবাসরত প্রত্যেক সদস্যের জন্য মাসে ২০০ রিয়াল করে অতিরিক্ত  ফি দিতে হবে। ২০১৮ সালের জুলাই থেকে এটা শুরু হবে।

যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা, কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম- ২০১৮ সালের জানুয়ারি থেকে প্রত্যেক শ্রমিকের জন্য ৩০০ রিয়াল অতিরিক্ত  ফি দিতে হবে।

যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি, সেক্ষেত্রে ২০১৮ সালের জানুয়ারি থেকে মাসে প্রত্যেক শ্রমিকের জন্য ৪০০ রিয়াল করে অতিরিক্ত  ফি দিতে হবে।

২০১৯ সাল//

২০১৯ সালের জুলাই থেকে সৌদি প্রবাসীদের উপর নির্ভরশীল বা সাথে বসবাসরত প্রত্যেক সদস্যের জন্য মাসে ৩০০ রিয়াল করে ফি দিতে হবে।

যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা, কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম- ২০১৯ সালের জানুয়ারি থেকে প্রত্যেক শ্রমিকের জন্য ৫০০ রিয়াল করে ফি দিতে হবে।

যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি, সেক্ষেত্রে ২০১৯ সালের জানুয়ারি থেকে মাসে প্রত্যেক শ্রমিকের জন্য ৬০০ রিয়াল করে ফি দিতে হবে।

২০২০ সাল//

২০২০ সালের জুলাই থেকে সৌদি প্রবাসীদের উপর নির্ভরশীল বা সাথে বসবাসরত প্রত্যেক সদস্যের জন্য মাসে ৪০০ রিয়াল করে ফি দিতে হবে।

যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা, কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম- ২০২০ সালের জানুয়ারি থেকে প্রত্যেক শ্রমিকের জন্য ৭০০ রিয়াল করে ফি দিতে হবে।

যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি, সেক্ষেত্রে ২০২০ সালের জানুয়ারি থেকে মাসে প্রত্যেক শ্রমিকের জন্য ৮০০ রিয়াল করে ফি দিতে হবে।

ইনকাম ট্যাক্স:

সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান গত বৃহষ্পতিবার বলেছেন, গৃহকর্মে সাহায্যকারী শ্রমিক যেমন ড্রাইভার এবং ক্লিনাররা এই ফি থেকে মুক্ত থাকবেন। এই ফি শুধুমাত্র বাণিজ্যিক খাতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সৌদি নাগরিক বা সৌদি আরবে কর্মরত বিদেশীদের উপর কর আরোপের কথা নাকচ করে দিয়েছেন সৌদি অর্থমন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি