রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হাসিমুখ দেখলে কী হয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৬

16b2f097fea092c059547d495cf2cc18-studentdevel

ডেস্ক রিপোর্টঃ

কথায় বলে, যখন আপনি হাসেন, আপনার সঙ্গে সারা দুনিয়া হাসে। স্নায়ুবিদেরা এ কথা প্রমাণে আদাজল খেয়ে লেগেছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা বিষণ্নতা ও উদ্বেগ দূর করতে হাসিমুখের ভূমিকা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন।

গবেষক হাভিয়ের এলকিন ও অধ্যাপক পারাশকেভ নাচেভ ‘পকেটস্মাইল’ নামের একটি স্মার্টফোনের অ্যাপ তৈরি করেছেন। এই অ্যাপ মানুষকে সারা দিনে হাসিমুখের ছবি পাঠাতে পারে, যা মানুষকে হাসিখুশি রাখতে পারবে বলে তাঁরা মনে করেন।

সাম্প্রতিক এক গবেষণা থেকে এই অ্যাপ তৈরির উদ্যোগ নেন তাঁরা। ওই গবেষণায় দেখা যায়, মানুষ যখন কাউকে হাসতে দেখে, তখন তার মুখেও হাসি ফুটতে শুরু করে। এই আবেগ সংক্রামিত হয় বলে তা অনুকরণ না করে থাকা প্রায় অসম্ভব।

মানসিক এই সংক্রমণের বিষয়টি মানুষের মৌলিক বৈশিষ্ট্য। এরপর কী ঘটবে, মস্তিষ্ক এ সময় ক্রমাগত তা ভাবতে থাকে।

এখন গবেষকেরা মনে করেন, আবেগ ও প্রকাশ প্রায় একই সময়ে ঘটে। তাই একটি সক্রিয় হলে আরেকটিও চালু হয়। তাই মন খারাপ থাকলেও কাউকে হাসতে দেখলে বা নিজে হাসলে খুশি খুশি ভাবের উদ্রেক করে।

গবেষক এলকিন বলেন, ‘হাসি সংক্রামক—এ কথা সবাই জানি। কিন্তু আবেগ কি সংক্রামক? সুখও কি তা-ই? এটাই খুঁজে দেখতে চাই। কাউকে হাসতে দেখলে কেউ যদি না হেসে থাকে, তবে তা অস্বস্তিকর। অনুকরণ বিষয়টি মানুষের সহজাত।’

গবেষকেরা বলছেন, যদি নেতিবাচক আবেগকে দমানো যায়, তবে ইতিবাচক প্রভাব উঠে আসে। বিষণ্নতা ও উদ্বেগ দূর করতে বিষয়টি নিয়ে তাই গবেষণা চালিয়ে যাচ্ছেন তাঁরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি