বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গায়েব হচ্ছে নথি চট্টগ্রাম শুল্ক ভবন থেকে !


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

custome-550x367
ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম শুল্ক ভবন থেকে গায়েব হচ্ছে নথি। অব্যবস্থাপনার কারণে এসব হচ্ছে বলা হলেও বেশ কয়েকবার নথি চুরির প্রমাণও মিলেছে। সংরক্ষণের অভাবেও এসব নথি হারিয়ে যাওয়াকে চট্টগ্রাম শুল্ক কমকর্তারা জনবল ও অবকাঠামো সংকট হিসেবে দূষছেন।

২০১৫ সালের সেপ্টেম্বরে জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে দাম ছাড়াই গ্লিসারিনের ১৪টি কনটেইনার বের করে পাচারকারীরা। এ ঘটনায় জড়িত কাস্টম, বন্দর ও পাচার চক্রের কমপক্ষে সাত জনের খোঁজ পায় তদন্ত কমিটি। কিন্তু দাপ্তরিক ব্যবস্থা নিতে গিয়ে দেখা যায়, তদন্তের বেশ কিছু প্রতিবেদন ফাইল থেকেই গায়েব হয়ে গেছে।

সম্প্রতি চট্টগ্রাম শুল্ক ভবনের ৬৫টি গুরুত্বপূর্ণ ফাইল একটি পোশাক কারখানায় পাওয়ার পর আবারও সামনে আসে বিষয়টি। অনুসন্ধানে দেখা যায়, শুল্ক ভবনের বিভিন্ন কক্ষের কার্নিশে, টেবিলে ও মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে অনেক নথি। ভবনে আসা যাওয়া সব মানুষদেরও অবাধ যাতায়াত রয়েছে। আছে এক শ্রেণির দালালও।

কীভাবে নথি গায়েব হচ্ছে তা এখনো পুরো নিশ্চিত নয় কর্তৃপক্ষ। তবে শুল্ক ভবনে বাইরের লোকের অবস্থান বা নথি স্থানান্তরে গোপনীয়তা না থাকার জন্য জনবল সংকটকেই দুষছেন তারা।

এক আইনজীবীর সহকারীর মাধ্যমে শুল্ক ভবনের নথি বাইরে যাওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন দুই শুল্ক কর্মচারী। নথি সংরক্ষণে আরও সতর্কতার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি