শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাধারন মানুষের ভোগান্তি বাড়বে,মোদির নতুন নির্দেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

modi2-550x309
ডেস্ক রিপোর্টঃ
পুরানো নোট বাতিলের পর্ব শেষ হয়ে গেছে। এই পর্বে যতটা কালো টাকা আসবে ভাবা হয়েছিল তা আসেনি। কেন্দ্রের হিসাবের বাইরে অনেক বেশি টাকা জমা পড়েছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। এই সমস্ত অ্যাকাউন্ট গুলি খতিয়ে দেখতে চাইছে আয়কর দফতর। আর তার জন্যই নতুন নির্দেশ পাঠানো হয়ে গেছে ব্যাংক গুলিতে।

এতদিন নোট বাতিলের পরে কোন অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে, কোথায় কত টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে তার হিসেব আয়কর দফতর চেয়েছে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে। এবার নোট বাতিলের আগে কোন অ্যাকাউন্টে কত টাকা ছিল তার হিসেবও আয়কর বিভাগের কাছে জমা দিতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে। বলা হয়েছে, চলতি অর্থ বর্ষের শুরু থেকে অর্থাৎ, ১ এপ্রিল ২০১৬ থেকে ৯ নভেম্বর ২০১৬ পর্যন্ত কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে, তার হিসেব দাখিল করতে হবে। উল্লেখ্য, ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নোট বাতিল ঘোষণা করলেও ব্যাঙ্কে লেনদেন শুরু হয় ১০ নভেম্বর থেকে।

একই সঙ্গে ব্যাংককে জানানো হয়েছে, যে সব অ্যাকাউন্টের মালিক এখনও পর্যন্ত প্যান বা তার বদলে ফর্ম ৬০ জমা দেননি তাদের ২৮ ফেব্র“য়ারির মধ্যে তা ব্যাংককে দিতে হবে। গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে নোট বাতিলের আগে কত টাকা জমা ছিল, তা ব্যাংক জানিয়ে দেবে কিন্তু সব গ্রাহককেই প্যান অথবা প্যান কার্ড না থাকলে ফর্ম ৬০ পূরণ করে ফেব্র“য়ারি মাসের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি