শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যে পানীয় গ্রহণে লিভার পরিস্কার হয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৭

rose_tea

পূর্বাশা ডেস্ক:

দূষিত পদার্থ বের করতে শরীরে পর্যাপ্ত পানি মজুত থাকার দরকার। সে জন্য প্রয়োজন মতো পানি লিভার সুস্থ রাখতে বিশেষ কতগুলি পানীয় খাওয়ারও প্রয়োজন রয়েছে। কারণ বিশেষ পানীয় লিভারকে দূষণমুক্ত করে, সার্বিকভাবে শরীর ভালো রাখে।

লিভার সুস্থ রাখতে ক্যামোমিল চা পান করতে পারেন। এ চায়ে প্রচুর পরিমাণে সেসকুইটারপেন ল্যাকটোন আছে যা লিভার পরিষ্কার রাখে। লেবু পানি প্রতিদিনই পান করা উচিত। এছাড়া লোটাস-চা চাপ ও উদ্বিগ্নতা কমায় এবং লিভারকে ভালো রাখে।

গোলাপ-চা রোজ খেলে লিভার ভালো থাকে। চাপ এবং হতাশা কমিয়ে এ চা রাতে চোখে ঘুম এনে দেয়। পিপারমিন্ট-চা পানেও  হজম শক্তি বাড়ে, লিভারও চাঙ্গা হয়ে ওঠে। যবের-চাতে প্রচুর ভিটামিন, মিনারেল এবং প্রোটিন থাকে। এ চা নিয়মিত পান করলে লিভার ভালো থাকে। সেকিসেন্ড্রা বেরি-চা শরীরে ক্ষতিকর বিষাক্ত রক্ত বা টক্সিন বের করে দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি