শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পেট ব্যথার ঘরোয়া চিকিৎসা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

untitled-16_21514
ডেস্ক রিপোর্টঃ

অতিরিক্ত খাবার খেলে বা অনেক সময় শারীরিক অসুস্থতার জন্য পেটে ব্যথা হতে পারে। ঘরোয়া কিছু উপায়ে পেট ব্যথা সারানো সম্ভব।

১। ১ গ্রাম সৌন্ধব লবণ ও ২ গ্রাম আমজোদ একসাথে নিয়ে ভালো করে গুঁড়ো করে খেলে পেট ব্যথা সেরে যায়।

২। ৩ গ্রাম তেঁতুল পাতা ভালো করে বেটে তাতে ১ গ্রাম সৌন্ধব লবণ মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়।

৩। হিং ও বিট লবণ মেশানো গরম তেল পেটে মালিশ করলেও পেট ব্যথা কমে যায়।

৪। ২ চামচ লেবুর রসে ১ চামচ আদার রস ও চিনি মিশিয়ে পান করলে পেট ব্যথা ভালো হয়।

৫।  মুলোর রসে লেবুর রস মিশিয়ে পান করলেও উপকার পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি