বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

images

পূর্বাশা ডেস্ক:

তিন দফা সময় বাড়ানোর পরও বকেয়া বেতন পরিশোধ না করায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে জেন্টস এক্সপ্রেস নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা।  মঙ্গলবার নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় শ্রমিকরা সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে। পরে পাহাড়তলী থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়।
এ প্রসঙ্গে শিল্প পুলিশের সহকারী পরিচালক আমিরুল আলম বলেন, প্রতিষ্ঠানটির দীর্ঘদিন ধরে মালিক নেই। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। কিন্তু শ্রমিকরা নিয়মনীতি না মানায় বেতন দিতে বিলম্ব করে প্রতিষ্ঠানটি। ফলে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। পরে আমরা আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।
শ্রমিকরা জানায়, জানুয়ারির ১০ তারিখ আমাদের বেতন পরিশোধ করার কথা ছিল। ওইদিন বেতনের জন্য আসলে কর্তৃপক্ষ ১২ই জানুয়ারি আসতে বলেন। নির্ধারিত দিনে আসলেও কর্তৃপক্ষ সময় পিছিয়ে আবারো ১৬ই জানুয়ারি আসতে বলেন। কিন্তু এদিনও আমাদের বেতন পরিশোধ করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ অবরোধে পুলিশ অযৌক্তিকভাবে লাঠিচার্জ করেছে।
এদিকে অপর এক ঘটনায় চট্টগ্রামের রাউজানের দুর্ধর্ষ সন্ত্রাসী জয়সেন বড়ুয়াকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় দেন। দণ্ডিত আসামি জয়সেন রাউজানের হলদিয়া ইউনিয়নের বড়ুয়াপাড়ার বাণীকান্ত বড়ুয়ার ছেলে। জয়সেন পলাতক।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী জানান, ২০০৩ সালের ২২শে ডিসেম্বর জয়সেনকে হাটহাজারী থানা পুলিশ গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি মতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। হাটহাজারী উপজেলার বোয়ালিয়া ব্রিজের পূর্বপাশ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। ওই মামলায় ২০০৩ সালের ২৮শে ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৪ সালের ২২শে জুন আসামির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য নেয়ার পর আদালত এই রায় দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি