বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডায় আফগানিস্তানে ২৭ শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

1485417449
পূর্বাশা ডেস্ক:
তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জৌযান প্রদেশের দারজাব অঞ্চলে ২৭ শিশু মারা গেছে। বৃহস্পতিবার জেলা গভর্নর রহমতুল্লাহ হাশার একথা জানান।
সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের তথ্যানুসারে ২৭ জন শিশু মারা গেছে। প্রচণ্ড তুষার ঝড়ের কারণে রাস্তা বন্ধ থাকায় তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয়নি। চিকিৎসা সেবা না পেয়ে শিশুরা জীবন হারাল।
কয়েকদিন আগে শুরু হওয়া এই তুষারপাতে বিপর্যস্ত আফগানিস্তান। দেশটির কোন কোন স্থানে ৫০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে আছে। বিশেষত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই তুষার ঝড়ে। জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউমেনেটরিয়ান অ্যাফেয়ার্স আফগানিস্তানের এরূপ পরিস্থিতিতে সহায়তার জন্য ৫৫ কোটি মার্কিন ডলার চেয়েছে। দ্রুত সেখানে কাজ শুরু করা না হলে এই পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সিনহুয়া।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি