বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিজের ফাঁদে নিজেই পড়বেন ট্রাম্প!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

donald-trump11-1-550x378
পূর্বাশা ডেস্ক:

ক্ষমতা নেওয়ার পর থেকেই ‘ছক্কা’ পেটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অন্য কেউ না ভাবেলেও অন্তত ট্রাম্প তো তাই ভাবছেন। শপথ গ্রহণের পরপরই বাতিল করেছেন ওবামাকেয়ার। এরপর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি থেকে বেরিয়ে গেছে। এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পরপরই নিম্নমুখী হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রধান পুঁজিবাজার ওয়াল স্ট্রিটের সূচক। গণমাধ্যমকেও ছাড়ছেন না। সামনে আরো অনেক কিছুই হয়তো অপেক্ষা করছে মার্কিনি ও বিশ্বাবাসীর সামনে।

গণমাধ্যমের উদ্দেশে ট্রাম্প বলেছেন, সাংবাদিকরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তবে গণমাধ্যমকে আক্রমণের যে পথে ট্রাম্প হাঁটছেন সে পথে এর আগেও অনেকে হেঁটেছেন। তবে বিষয়টা হলো ট্রাম্প সবাইকে বিপদে ফেলার জন্য যে ফাঁদ পাতছেন অচিরেই তিনি নিজেই সে ফাঁদে পড়বেন। এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

গণমাধ্যম নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে কটূবাক্য, হুমকি-ধামকি ও হুঁশিয়ারি দিয়ে তা সম্পূর্ণ অবাঞ্ছিত। একথা বারবার তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। কারণ ট্রাম্প যেমন আচরণ করবেন তার তেমনই প্রতিচ্ছবি পড়বে সংবাদমাধ্যমে। আর গণমাধ্যমে স্বাধীনতা বলেও তো একটা বিষয় আছে। কাজেই কাকে কেমন ভাবে উপস্থাপন কেরা হবে তার দায়িত্ব গণমাধ্যমের ওপরই ছেড়ে দেওয়া উচিত। শুধু মার্কিন সংবাদমাধ্যম নয় সারা বিশ্বের সংবাদ মাধ্যম একই বার্তা দিচ্ছে তাকে। দফায় দফায় সে কথা তাকে মনে করিয়ে দিলেও তিনি থোড়াই কেয়ার করেন এসবের।

গণমাধ্যমে ওপর আঘাত পুরনো ঘটনা নয়। বিগত সময়েও হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশেই এমন ঘটনা ঘটছে। কোনো অবাঞ্ছিত আক্রমণই সংবাদমাধ্যমে ধারে ক্ষয় ধরাতে পারেনি। বরং যে বারবার হামলা করেছে সেই ধ্বংস হয়েছে। গণমাধ্যমকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই পড়েছেন। কারণ সবাই তো একসঙ্গে মিথ্যা বা বানোয়াট খবর দিতে পারে না। আর এই সত্যটাই শাসক গোষ্ঠী ধরতে পারে না। আক্রান্ত হওয়ার পরই গণমাধ্যমে শক্তি আরো বেড়েছে। ঐক্যও মজবুত হয়েছে।

গণতন্ত্রের ধব্জাধারী যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে অবস্থান করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গণতন্ত্র সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র সবসময় তাদের অবস্থানে অটল। সেই গণতান্ত্রিক দেশের আসনে বসেই সবচেয়ে অগ্রণতান্ত্রিক কাচটি করছেন ট্রাম্প। জোর করেই গণমাধ্যমকে চুপ করানোর চেষ্টা করছেন।

ট্রাম্পের মনে রাখা উচিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভই ধ্বংস করার চেষ্টা করছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি আঘাত আত্মঘাতী হচ্ছে। বুমেরাং হয়ে একদিন ফিরে আসবে। তখন সেই আঘাত প্রতিহত করা বেশ কঠিন হয়ে যাবে ট্রাম্পের জন্য। কাজেই এখন থেকে তার বাক স্বাধীনতা লাগাম দেওয়া উচিত। যাবে অন্যের স্বাধীনতা খর্ব না হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি