সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যতটা বুদ্ধিমান কুকুর, ততটা বিড়ালও


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

biral-kukur-550x367
ডেস্ক রিপোর্ট ঃ

বিড়ালের তুলনায় কুকুরের বুদ্ধি অনেক বেশি বলে যে ধরণা ছিলো তা হোঁচট খেয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বিড়ালও কুকুরের সমান বুদ্ধি রাখে। জাপানের এক বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে এমন চিত্র।

তিনি বলছেন, কুকুর এবং বিড়ালের মধ্যে মনে রাখার বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। তাতে দেখতে পেয়েছেন, বেড়ালের ভালো বুদ্ধি রয়েছে।

৪৯টি গৃহপালিত বিড়ালের উপর পরীক্ষাটি করা হয়। দেখা গেছে, প্রাণিরা ভালো খাওয়ার চিনে নিতে পারে। এ ধরণের স্মরণশক্তি আগে কুকুরের মধ্যেই দেখা গেছে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক সাহা তাকাজি বলছেন, কুকুরের মতো বিড়ালও একই ধরণের স্মরণশক্তির পরিচয় দিয়েছে, যেমনটা এ ধরণের ক্ষেত্রে একজন মানুষ করে থাকে।

পরীক্ষায় দেখা গেছে, মানুষের আচরণ এবং মুখের অঙ্গভঙ্গির অর্থও বুঝতে পারে প্রাণিগুলো।

বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে বিড়ালের আচরণ এবং মানুষের সাথে প্রাণীটির সম্পর্কের বিষয়ে গবেষণায় এসব তথ্য সহায়তা করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি