বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সীমান্তে দেয়াল নিয়ে মেক্সিকো-যুক্তরাষ্ট্রে উত্তেজনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৭

278630_1

ডেস্ক রিপোর্ট ঃ

সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে খরচের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ মেক্সিকো।

বিবিসি বলছে, গত বুধবার ট্রাম্প মেক্সিকো সীমান্তে অবিলম্বে দেয়াল নির্মাণ শুরু করার নির্বাহী আদেশ জারি করেন। এ সময় তিনি দেয়াল নির্মাণের ব্যয় মেক্সিকো সরকারকেই বহন করার কথা বলেন।

অবশ্য এ ঘটনার পর মেক্সিকোও বিষয়টিকে সহজে ছেড়ে দিচ্ছে না। এরই জেরে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিতো যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সীমান্তে দেয়াল নির্মাণের বিরোধিতা করে আসছে মেক্সিকো। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী দেয়াল নির্মাণের কোনো ব্যয় মেক্সিকো পরিশোধ করবে না বলেও আগেই জানিয়ে দিয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশ এবং অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য মার্কিন কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর মধ্যে এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি চলছে।

মেক্সিকোর প্রেসিডেন্টের সফর বাতিলের ঘোষণার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউস থেকে জানানো হয়, দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২০ শতাংশ কর আরোপের কথা ভাবছেন। একই সঙ্গে সীমান্তে অভিবাসী ঠেকাতে ১৫ হাজার কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাম্প



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি