রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দর্শনার কেরু চিনিকল মোটা অঙ্কের লোকসান নিয়ে মৌসুম সমাপ্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লোকসান কমিয়ে লাভের আশায় আখ মাড়াই শুরু করা হলেও শেষ পর্যন্ত আশা পূর্ণ হয়নি চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন চিনিকল কেরু অ্যান্ড কোং কর্তৃপক্ষের। এবারো মোটা অংকের লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতি আখ মাড়াই মৌসুমের ইতি টানতে হয়েছে। আখ মাড়াইয়ের লক্ষমাত্রা পূরণ হলেও চিনি উৎপাদনের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে।

আখেরী হুইসেল বাজিয়ে আজ শনিবার সকালে ১০টায় মিলের ২০১৬-১৭ আখ মাড়াই কার্যক্রম শেষ হয়েছে।

গত বছরের ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কেরুজ চিনিকলের ২০১৬-১৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। করপোরেশন থেকে এ মৌসুমের কেরুজ চিনিকলের নির্ধারিত লক্ষামাত্রা বেঁধে দেয়া হলোছিল ৯০ আখ মাড়াই দিবসে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা। ৮০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে চিনি উৎপাদন করতে হবে ৬ হাজার মেট্রিক টন। চিনি আহরণের গড় হার নির্ধারিত ছিল ৭ দশমিক শূন্য শতাংশ।

কেরুজ চিনিকলের নিজস্ব ২ হাজার ৭৫ একর ও সর্বমোট ৭ হাজার ৬২০ একর জমিতে আখ রোপণ করা হয়েছিল। সে হিসেব মতে, চলতি মাড়াই মৌসুমের প্রায় ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের সম্ভাবনা ছিল চিনিকল কর্তৃপক্ষের। কিন্তু শনিবার সকাল ৭টা পর্যন্ত এ মাড়াই মৌসুমের ৭৮ হাজার ২শ মেট্রিকটন আখ মাড়াই হয়েছে বলে জানিয়েছে মিল কতৃপক্ষ। সর্বমোট চিনি উৎপাদন হয়েছে প্রায় ৪ হাজার ২শ ১৬ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার ২ তৃতীয়াংশ।

চিনি আহরণের হার কম হওয়ার কারণ জানতে চাইলে মিলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন জানান, মিলের নিজস্ব জমির আখ মাড়াইয়ের ক্ষেত্রে চিনি আহরণের হার ছিল ভালো। কৃষকরা ভুট্টার মধ্যে আখ চাষ করার কারণে চিনি আহরণের হার কমেছে। যে কারণে নির্ধারিত লক্ষমাত্রা অর্জিত হয়নি।

এদিকে আখচাষিরা বলেছেন, কেরু চিনিকল কর্তৃপক্ষ সাশ্রয়নীতির কারণে আখ কর্তনের শ্রমিক মজুরি কমানোর জন্যই শ’ শ’ একর জমির আখে আগুন ধরিয়ে পুড়িয়েছে। এ কারণেই চিনি আহরণের হার কমতে পারে।

এ ব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, আখ পোড়ালে চিনি আহরণের হার কমে না। তবে আখ পুড়ানোর ২৪ ঘন্টার মধ্যে ওই আখ মাড়াই করতে হবে। সেক্ষেত্রে কৃষকরা পাল্টা মন্তব্য করে বলেছে, কেরু চিনিকলে প্রতিদিন হয়তো সর্বোচ্চ ১ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে থাকে। অথচ প্রতিদিন শ’ শ’ একর জমির আখ পুড়িয়ে নির্ধারিত সময় মাড়াই করতে পারেনি। যে কারণে চিনি আহরণের হার কমেছে। তবে এবার মিলের চিনি কারখানায় লোকসানের পরিমান হতে পারে কমপক্ষে ১৭/১৮ কোটি টাকা বলে মন্তব্য করেছেন অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি