রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্ব ব্যাংককে চপেটাঘাত -বাণিজ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পদ্মা সেতুতে দূর্নীতি প্রমাণ না হওয়ার মধ্য দিয়ে বিশ্ব ব্যাংকের চপেটাঘাত হলো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একইসঙ্গে এটা যে মিথ্যা অপবাদ ছিল তা প্রমাণিত হয়েছে। আজ রবিবার জধানীর প্যানপেসিফিক সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেছেন।

মন্ত্রী জানান, পদ্মা সেতু নিয়ে দূর্নীতিষড়যন্ত্রের নামে কলঙ্কের বোঝা চাপানো হয়েছিল। যেখানে কিছু লোক ষড়যন্ত্র করেছেন। এক্ষেত্রে নোবেল জয়ী প্রফেসর ড. ইউনুস, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নাম এসেছে। এছাড়া এ মিথ্যা অপবাদের সাথে কিছু টোকশো বিশেষজ্ঞ সুর মিলিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুরে বলব, এদের ক্ষমা চাওয়া উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ন্যায় অন্যায়ের সঙ্গে মাথা নত করার মতো নয় বলে জানান বাণিজ্যমন্ত্রী। যে কারণে তিনি নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শুরু করেছেন। আর বলেছিলেন পদ্মা সেতুতে কোন অনিয়ম হয়নি। যা প্রমাণিত হয়েছে।

এদিকে সবকিছুতে রাজনীতি ঢুকানো ঠিক না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। কিন্তু ব্যাংকিং খাতে কোন অভিজ্ঞতা নেই এমন অনেকে বিভিন্ন সরকারী ব্যাংকে পরিচালক হয়েছেন। যারা জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে নিজের সেবা নিয়েছেন।

মন্ত্রী আরও জানান, ব্যাংকিং খাত একটি সংবেদনশীল খাত। তাই সবাইকে যত্নবান হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে শীর্ষ ঋণ খেলাপির তালিকা করে ঋণ আদায়, কোন অনিয়ম না হয় সেদিকে নজড় বাড়াতে ও নতুন কোন ঋণ যেন খেলাপি না হয় সেদিকে নজড় দেওয়ার আহ্বান করেছেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস সালামসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি