রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রুপালি ব্যাংকের হিসেবে গরমিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

শেয়ারবাজার তালিকাভুক্ত ব্যাংকখাতের কোম্পানি রুপালি ব্যাংকের হিসেবে গরমিল দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির প্রোফাইলে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে রুপালি ব্যাংকের প্রোফাইলে দেখা গেছে, কোম্পানিটি ১ম, ২য় ও ৩য় প্রান্তিকে পৃথকভাবে যে হিসাব দিয়েছে তা কোম্পানিরই প্রদত্ত ৩ প্রান্তিকের (৯ মাস) মোট যোগফলের সঙ্গে মিলছে না। এই হিসাবগুলোকে ডিএসই কর্তৃপক্ষ লাল চিহ্নিত করে রেখেছে।

ওইখানে ব্যাংক কর্তৃপক্ষ ১ম প্রান্তিকে ৬ কোটি ৯৯ লাখ টাকা ও ২য় প্রান্তিকে ২ কোটি ৫৫ লাখ টাকা মুনাফা দেখিয়েছে। আর ৩য় প্রান্তিকে ২৭৪ কোটি ৬৬ লাখ টাকা লোকসান দেখিয়েছে। এ হিসাবে লোকসানের পরিমাণ দাঁড়ায় ২৬৫ কোটি ১১ লাখ টাকা। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষই আবার ৯ মাসের মোট হিসাবে এ লোকসানের পরিমাণ দেখিয়েছে ২৪১ কোটি ৮১ লাখ টাকা।

একই সঙ্গে রূপালি ব্যাংকের ১ম প্রান্তিকে দশমিক ২৯ টাকা ও ২য় প্রান্তিকে দশমিক ১১ টাকা ইপিএস দেখানো হয়েছে। আর ৩য় প্রান্তিকে ৯ দশমিক ৯৫ টাকা ঋণাত্মক ইপিএস দেখানো হয়েছে। এ হিসাবে ৯ দশমিক ৫৫ টাকা ঋণাত্মক ইপিএস হয়। কিন্তু এখানে ব্যাংক কর্তৃপক্ষ ৮ দশমিক ৭৬ টাকা ঋণাত্মক ইপিএস দেখিয়েছে।

লাল চিহ্নিত প্রসঙ্গে ডিএসইর মার্কেটিং ডেভলপমেন্টের ডিজিএম নিজাম উদ্দিন জানান, কোনো কোম্পানি যখন আমাদের তথ্য দেয় তখন আমরা তা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করি। এখানে যদি কোম্পানির তথ্য ভুল বা আগের তথ্যর সঙ্গে মিল না থাকে তবে অটোভাবেই সেখানে লাল চিহ্নিত দেখাবে।

তাই লাল মানে আগের তথ্যের সঙ্গে যোগফল মিলছে না। তাই কি কারণে লাল চিহ্নিত দেখাচ্ছে সেটা কোম্পানি ভালো জানবে। তবে আমাদের কাছে, লাল মানেই হিসেবে গরমিল ধরে নেয়া হয়।

গরমিল প্রসঙ্গে কোম্পানির কেউ কথা বলতে রাজি নয়।

জানা যায়, রুপালি ব্যাংক কোম্পানিটি ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এটি বাজারের এ ক্যাটাগরির কোম্পানি শেয়ার। সরকার মোট শেয়ারের ৯০ দশমিক ১৯ শতাংশ ধারণ করেছে। বাকি শেয়ার ধারণ করেছে প্রাতিষ্ঠানিকসহ সাধারণ বিনিয়োগকারীরা।

লেনদেনে শুরুর দিকে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকার ওপরে উঠলেও দিনশেষে কোম্পানিটির শেয়ার দর হয়েছে ৩০ টাকা ৬০পয়সা। কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকে শুধু স্টক ডিভিডেন্ড দিয়ে শেয়ার সংখ্যা বাড়িয়ে যাচ্ছে।

কোম্পানিটির রির্জাভ রয়েছে ৭২৭ কোটি টাকা। অনুমোদিত মূলধন রয়েছে ৭০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৬০ কোটি টাকা। কোম্পানির ২০১৫ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। এসময় নিট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) ছিল ৫৩ দশমিক ৪৭ টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি