শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১০ লাখ টাকা দিয়ে আমি আ’লীগের সভাপতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

১০ লাখ টাকার বিনিময়ে থানা আওয়ামী লীগের সভাপতি হওয়ার তথ্য জানিয়েছেন ঢাকার ধামরাই থানার সভাপতি ও সংসদ সদস্য এম এ মালেক। এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেলে ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব তথ্য জানান।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের নানা সমালোচনা করে মালেক বলেন, ‘আমাকে সভাপতি হতে হলে ২০ লাখ টাকা দিতে হবে বলেন বেনজির। এরপর তাকে ১০ লাখ টাকা দিয়ে আমি থানার সভাপতি হই।’

এরপর মালেকের বক্তব্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পরে বক্তব্য দেন ওবায়দুল কাদের।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘এটি আমাদের নিজেদের ঘরোয়া বিষয়। তবে এ ধরনের ঘটনা আমাদের পার্টি অফিসে আগে ঘটেনি। কিন্তু অন্য অনেক দলে আছে, যেখানে পার্টি অফিসে নিয়মিতই মারামারি হয়।’

তিনি বলেন, ‘এসব আত্মসমালোচনার বিষয়। তবে শৃঙ্খলা থাকতে হবে। কথাবার্তায় সবার মধ্যে মার্জিত রূপ আনতে হবে।’

আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘গাধা জল ঘোলা করে খায়। বিএনপি জল ঘোলা করে সিইসি মেনে নিয়েছে। আগামী নির্বাচনও মেনে নিবে।কারণ বিকল্প নেই। নিবন্ধন হারিয়ে অপ্রাসঙ্গিক হওয়ার আশঙ্কায় তারা নির্বাচন করবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিএনপিকে হালকাভাবে নিবেন না। আওয়ামী বিরোধী সব শক্তির প্লাটফর্ম হলো বিএনপি। এদের দুর্বল ভাবার কারণ সেই। এরা হালকা প্রতিপক্ষ নয়।’

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি