শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারের চাপের কাছে নত স্বীকার না করলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব : নুরুল হুদা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৭

বিবিসি রিপোর্টঃ

কাজী রকিবুদ্দিন আহম্মেদের নেতৃতাধীন নির্বাচন কমিশন মেয়াদ শেষ করলেও সামালোচনার মাধ্যমেই তাদের বিদায় নিতে হয়েছে। সেই কমিশন বিভিন্ন সময় সরকারের চাপ সামলাতে ব্যর্থ হয়েছে আর সেটাই ছিল তাদের বিরুদ্ধে বড় অভিযোগ। এখন বর্তমান নতুন নির্বাচন কমিশন সরকারের চাপের কাছে কতটা শক্ত অবস্থান নিতে পারবে সেই প্রশ্ন উঠছে।

এমন পরিপেক্ষিতে নতুন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা বলেছেন, তার নেতৃত্বাধীন কমিশন সরকারের যেকোন চাপ মোকাবেলায় জন্য প্রস্তত রয়েছেন। বিরোধী দল বিএনপি তার বিরুদ্ধে যে নানা অভিযোগ তুলছে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কাজ করার ক্ষেত্রে কোন বাধাই সৃষ্টি করবে না।

দায়িত্ব নেওয়ার পরে বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে কে.এম নুরুল হুদা বলেন, সরকারের যেকোন চাপ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। আমার কি করবো তা জনগণের সামনে বলে লাভ নেই। আমাদের মোকাবেলা করতে হবে সরকারের সাথে এবং তখন আমরা যদি তাদের চাপের কাছে নত স্বীকার না করি তাহলেইতো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।

এদিকে বিএনপি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে ছাত্র জীবনের ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকাসহ নানা অভিযোগ আনায় আগামী নির্বাচনে পরিচালনায় কোন সমস্যা আসবে কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, কোন বাধা হবে বলে আমি মনে করি না। বরং আমি মনে কির তাদের সাথে আমাদের কাজ করতে আরও সুবিধা হবে। কারণ, আমাদের স্বচ্ছতা নিরপেক্ষতা এবং সাংবিধানিক দায়িত্ব পালন করবো। সেখানে কারও সাথে কোন আপোস করবো না এবং কোন রাজনৈতিক দলের কাছে মাথানত করবো না এবং কোন চাপের সম্মুখিন হবো না। আর এটা যদি আমার সঠিক ভাবে করতে পারি তালে আমি বিশ্বাস করি যে, বিএনপি কেন সব রাজনৈতিক দলই আমাদের সাহাযোগিতা করবে।

এদিকে ১৯৯৬ সালে বিএনপি নেতৃত্বধীন সরকারের বিরুদ্ধে আওয়ামীলীগের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনতার মঞ্চে সরকারি কর্মকর্তাদের অনেকেই যোগ দিয়েছিলেন। নতুন প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদার বিরুদ্ধে সেই জনতার মঞ্চেও যোগ দেওয়ার কথা অভিযোগ তোলা হয়েছে। তবে তিনি এই অভিযোগ নাকোচ করে দিয়েছেন। এমন অভিযোগে তিনি বলেন, আমি বারবার বলেছি যে, আমি কখনই জনতার মঞ্চে ছিলাম না। কারণ আমি তখন কুমিল্লায় জেলা প্রশাসক ছিলাম। আর তখন জনতার মঞ্চ ছিল ঢাকায়। সুতরাং কুমিল্লা থেকে ঢাকার জনতার মঞ্চে যোগ দেওয়াতো সম্ভব ছিল না।

তিনি মনে করেন. দলগুলো সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক একটি নির্বাচন হলে কোন ধরনের সহিংসতা হয় না এবং নির্বাচন নিয়েও কোন প্রশ্ন ওঠে না। তাই নির্বাচন চলাকালিন সময়ে প্রশাসনের ওপর আস্থাও রাখতে হবে।

এছাড়াও তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের জন্য এখন তারা অল্প সময়ের মধ্যে কমিশন বৈঠক করে পরিকল্পনা ঠিত করবেন।

সূত্র: বিবিসি বাংলা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি