শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে বায়ন্নর ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরো অনেক ভাষা সৈনিক। বুকের তাজা রক্ত দিয়ে তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। বাঙালি ছাড়া ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীতে এমন জাতি আর কোথাও নেই।

বাঙালির প্রাণের এই বাংলাভাষা বিশ্বব্যাপী আজ সমাদৃত। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবস হিসেবে ঘোষণা দেয়ার পর থেকেই বিশ্বের প্রায় ১৯২টি দেশে এ দিবসটি পালিত হয়ে আসছে।

প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারি এলেই ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুর বেজে ওঠে সকলের মনে। ঐতিহাসিক এ গানের করুণ সুরে আবেগাপ্লুত হয়ে উঠে বাঙালির হৃদয়।

পৃথিবীর নানা প্রান্তের ভাষাভাষীরা এ দিবসটিকে শ্রদ্ধাভরে স্মরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার।

এতে করে এসব বিদ্যাপিঠের শিক্ষার্থীরা জানতে পারছে না মাতৃভাষা দিবস সম্পর্কে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও সেগুলো দায়সারাভাবে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পলিটেকনিকেল ইনস্টিটিউট, কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কিন্ডার গার্টেন মিলিয়ে বিজয়নগর উপজেলায় ২১৭টি এবং আখাউড়া উপজেলা রয়েছে প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশেরই নেই কোনো শহীদ মিনার। স্থায়ী শহীদ মিনার না থাকায় কোমলমতি শিক্ষার্থীরাও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে পারছে না।

যদিও কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীরা অস্থায়ীভাবে বাঁশ, বেত এবং ইট দিয়ে শহীদ মিনার তৈরি করে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে থাকে।

তবে ভবিষ্যৎ প্রজন্মকে ভাষা আন্দোলন ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি করেছেন স্থানীয়রা।

বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা নাজমুল হক বলেন, বিজয়নগরের কৃতি সন্তান ভাষা সৈনিক অলি আহাদ ভাষা আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। অলি আহাদের জন্মভূমি বিজয়নগরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকাটা দুঃখজনক।

বিজয়নগরের কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইমরান খান জাগো নিউজকে জানান, প্রতিবছর আমরা অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে মাতৃভাষা দিবস উদযাপন করে থাকি। তবে আমাদের প্রতিষ্ঠানে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের চেষ্টা চলছে।

আখাউড়ার মনিয়ন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন জানান, অর্থের অভাবে বিদ্যালয়ে এখনো শহীদ মিনার নির্মাণ করা যায়নি। তবে শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকলেও যথাযোগ্য মর্যাদায় যেন  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া আছে। তবে আমাদের প্রচেষ্টা থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন শহীদ মিনার তৈরি করা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি