শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বেপরোয়া ছাত্রলীগ: বছরে সংঘর্ষ সংখ্যা ৩০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামে ছাত্রলীগের সংঘাত থামানো যাচ্ছে না কিছুতেই। বার বার জড়িয়ে পরছে রক্তক্ষয়ী সংঘর্ষে। গেল এক বছরে সংঘর্ষ হয়েছে অন্তত ৩০ বার। এতে প্রাণ হাড়িয়েছে ৩ জন।

গত ১৮ই ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্মীর দেওয়া এক ফেসবুক স্টাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় এবি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আজিম ও নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুপক্ষ।

ক্যাম্পাসেই গত এক মাসে ছাএলীগের দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত দু‘বার। অভ্যন্তরিন কুন্দল ছাড়াও সংঘর্ষের অন্যতম কারণ বিশ্ববিদ্যালয়ের ৯৫ কোটি টাকার প্রকল্পের দরপত্র নিয়ে । ব্যবসায়ীক স্বার্থের কারণেই এমন সংঘাত বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ নিয়ে বিব্রত আওয়ামীলীগের নেতারাও।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, আধিপত্ত বিস্তার করতে পারলেই তারা নিজেদের প্রতিষ্ঠিত মনে করে। যাতে এলাকার সভাপতি হতে পারলেই চাঁদা আদায় করা যায়।

সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সভাপতি ড. সিকান্দার খান বলেন, ক্ষমতার বল ব্যবহার করার জন্যই কিছু বাইরের লোক কুকুর বিড়ালের মত এসে জুটে।

দরপত্রের ভাগ , চাঁদাবাদির কর্তৃত্ব ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এই তিন কারণে গেল এক বছরে চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত ৩০ বার। এতে প্রাণ হাড়ায় তিন জন। সব শেষ ১১ই ফেব্রুয়ারি পতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় ছাত্রলীগ কর্মী ইয়াছিন আরাফাত ।

চট্রগ্রাম মহানগর ছাএলীগের সভাপতি ইমরান হোসেন ইমু জানান, এমন ঘটনাগুলো সাবেক ছাত্রনেতা বা ছাত্রলীগ নামধারীদের দ্বারা ঘটে থাকে যা আমাদের বিব্রত করে।

ছাত্রলীগে অনুপ্রবেশের কারণে এমন ঘটনা ঘটছে, এমনটা মনে করছেন নেতারা। যদিও অনুপ্রবেশ ঠেকাতে কাজ চলছে বলে জানান, চট্টগ্রাম মহানগর ছাএলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ।

সবশেষ গত বুধবার চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সামনে কর্ণোফুলি নদীর একটি ঘাটের ইজারা নিয়ে সংঘর্ষে জড়ায় দু‘টি পক্ষ। এতে গুলিবিদ্ধ হয় পাঁচ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি