সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাবুলের স্ট্যাটাসের জবাবে যা বললেন তার শ্বশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে স্ত্রী মাহমুদা খানম মিতুর পরিবারের বিরুদ্ধে যেসব অভিযোগ বাবুল আক্তার তুলেছেন তা শতভাগ মিথ্যে বলে জানিয়েছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন।

মুঠোফোনে তার কাছে বিষয়টি নিয়ে তার মতামত জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবুল সব আমাদের দোষ বর্ণনা করেছে। কিন্তু পুলিশের মতো বাঘের হাত থেকে কে তাকে রক্ষা করেছে, কে তার জন্য পুলিশের কাছে গিয়ে তার পক্ষে সাফাই গাইছে, সে সম্পর্কে বাবুল কিছু জানায়নি। কারণ সে অকৃতজ্ঞ।

মোশাররফ হোসেন আরো বলেন, যে রাতে পুলিশ সদর দপ্তরে নিয়ে গিয়ে সারারাত বাবুলকে জিজ্ঞাসাবাদ করে, সেই রাতে যাওয়ার আগে সে তার ছেলে-মেয়েকে মিতুর মায়ের হাতে তুলে দিয়ে বলেছিলো, আপনারাই আমার বাচ্চাদের দেখবেন। আমি মনে হয় আর ফিরব না। এরপর আমিই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী, আমলা, আওয়ামী লীগ নেতা আইনজীবীর কাছে দ্বারস্থ হয়ে জামাইয়ের জন্য তদবির করছি। আজ অতো বড় কথা বাবুল আক্তারের মুখ থেকে কিভাবে আসে? যে কয়দিন আমার বাসায় ছিলো, বাবুল ঘর থেকে বের হয়নি। মিডিয়াকে ফেস করেছি আমি।

বাবুল আক্তারের নিজের ফেসবুকে স্ট্যাটাসে তার বাড়ির পরিবেশ নিয়ে যা লিখেছেন, তা অস্বীকার করেননি মোশাররফ হোসেন। তিনি বলেন, আমার যৌথ পরিবার। সবাইকে নিয়ে আমি থাকি। বাবুল যখন তার বাচ্চাদের নিয়ে এসে আমার বাসায় উঠলো, আমি তাদের এক রুম ছেড়ে দিয়েছি। বাচ্চারা আমাদের সাথে আমাদের মতো থেকেছে।

মিতুর বাবা আরো বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি, বাবুল যদি আমার মেয়ে হত্যায় জড়িত থাকে, তার নাম সামনে আসুক। কে হত্যার ইন্ধনদাতা, কে হত্যার নির্দেশদাতা, তার নাম আমরা জানতে চাই। পুরো দেশ জানতে চায়।

মোশাররফ হোসেন আরো বলেন, হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন আমার কথায় বাবুলকে চাকরি দিয়েছেন। দুই বছর আমাদের সাথে থাকার শর্ত দিয়ে চাকুরি দিয়েছেন। কিন্তু সেই কথা তো বাবুল আক্তার তার স্ট্যাটাসে লিখেননি।

বাবুলের পরকীয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মানলাম বাবুল আক্তারের পরকীয়া আছে। আমরা বললামও। কিন্তু প্রেম-প্রীতি, পরকীয়া আর হত্যা মামলা কি সমান নাকি?

এসআই আকরামের বোন সংবাদ সম্মেলন করে তার ভাইয়ের হত্যার জন্য তার ভাবী বর্ণি ও বাবুল আক্তারের সাথে পরকীয়ার কথা উল্লেখ করেছেন। তবে বাবুল বলছেন সে সময় তিনি জাতিসংঘের মিশনে দেশের বাইরে ছিলেন।

এ যুক্তি খণ্ডন করে মোশাররফ হোসেন বলেন, বাবুল মিশরে থাকাকালীন তিনবার দেশে এসেছিল। দেশে আসতে তার প্রতিবার তিন থেকে চার লাখ টাকা খরচ হয়েছে। তখন বর্ণি বাবুল আক্তারদের মাগুরার বাড়িতে ভাড়া থাকতো। বাবুল আক্তার দেশে এসে সোজা মাগুরায় গিয়ে থেকেছেন। যাওয়ার পথে চট্টগ্রাম হয়ে আবার দেশের বাহিরে চলে গেছে। এ থেকেই তো বোঝা যায়, আমার মেয়েকে কতটুকু মানসিক নির্যাতন করেছে বাবুল? মিতু হত্যা মামলার সাথে সাথে সব তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা বাবুলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করতে পারি। কিন্তু মাহির আর তাপুরের মুখের দিকে তাকিয়ে তা করিনি, করবো না।

বাবুল আক্তারের স্ট্যাটাসকে গল্প, উপন্যাস উল্লেখ করে মোশাররফ হোসেন আরো বলেন, যার বউ খুন হয়েছে, একবছরও হয়নি, সে কিভাবে এরকম মনের মাধুরি মিশিয়ে গল্প, উপন্যাস লিখতে পারে? বাবুল আক্তারের কাছে ১০ লাখ টাকা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার মেয়ে বেশি না ১০ লাখ টাকা বেশি ? বাবুলের ঘর থেকে কি নিয়ে আসবো আমি? বাবুলের ঘরে যা ছিলা সব আমার দেওয়া ফার্নিচার। সব ফার্নিচারের অনেক কিছুই চট্টগ্রাম থেকে নিয়ে যায়নি বাবুল। কোথায় রেখেছে সেটা বাবুল আক্তার কিছু বলেওনি।

আজ মাহিরের জন্মদিন ছিলো উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, বাবুলের পরিবাররের কেউ এখন আমাদের ফোন ধরে না। মাহিরের কাছে যে ফোনটা থাকে তাও বন্ধ। তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারিনি। আছর নামাজের পর স্থানীয় মসজিদে মাহিরের জন্য মিলাদ পড়িয়ে নিয়েছি। দোয়া করেছি।

মোশাররফ হোসেন আরো বলেন, যে বাড়ির নাম দিয়ে আমি ১০ লাখ টাকা বাবুলের কাছে চেয়েছি বলে বাবুল লিখেছে, আমি জেনেছি বাবুল সেই বাড়ির কাগজপত্র দিয়ে একটি প্রেস কিনেছিলো। প্রেসের নাম দিয়ে মিতুকে মালিকানা দেখিয়ে বাড়ির নামে লোনও নিয়েছে বাবুল। সাথে আরো দুজন পার্টনার ও আছে বলে জানান তিনি। এ্খন সে প্রেসের নামে নেওয়া টাকা ব্যাংকে রেখে প্রতিমাসে ইন্টারেস্ট পচ্ছে বলে জানান মোশাররফ হোসেন।

মিতু হত্যকাণ্ডের শুরুতে সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ না তুললেও ক্রমে স্ত্রী হত্যায় তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন মিতুর বাবা-মা। উঠেছে পরকীয়ার অভিযোগও। দাবি করা হচ্ছিল পরকীয়ার জেরে মিতুকে খুন করিয়েছেন বাবুল। এ ব্যাপারে সংবাদমাধ্যমের সামনে মুখ না খুললেও নিজের ফেসবুক স্ট্যাটাসে বাবুল বেশ কিছু পাল্টা অভিযোগ তুলে ধরেছেন শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

সেই সাথে এই স্ট্যাটাসে প্রকাশ পেয়েছে বাবুল-মিতু দম্পতির সন্তানদের বিভিন্ন মনোকষ্ট ও শ্বশুড়বাড়ির লোকজনের নানা ‘দূরাচারের’ কথা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি