রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফটোসেশনে সীমা-সাক্কু মুখোমুখি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণার পর উভয় প্রার্থীই রিটার্নিং অফিসারের কার্যালয়ে নগরীর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

এসময় সাংবাদিকদের অনুরোধে উভয় প্রার্থীই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এক সঙ্গে ফটোসেশনে মিলিত হন।

এসময় অনেকটা আন্তরিক পরিবেশে প্রধান দু’দলের মেয়র প্রার্থীর এক সঙ্গে দাঁড়িয়ে ফটোসেশনে মিলিত হওয়ায় উপস্থিত লোকজনের মাঝেও কৌতুহলের সৃষ্টি হয়।

জানা যায়, রোববার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ৫ মেয়র প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মামুনুর রশিদের মনোনয়ন বাতিল করে রিটার্নিং অফিসার অপর ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। কাউন্সিলর পদে মনোনয়ন পত্র বাতিল হয়েছে ২ জনের।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীরা হলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য সাবেক মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তার, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) অ্যাড. সোয়েবুর রহমান।

রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, যাছাই-বাছাইয়ে ত্রুটিপূর্ণ হওয়ায় মেয়র পদে মেজর (অব.) মো. মামুনুর রশীদ, কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডে নাজিম উদ্দিন এবং ৬নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন পত্র বৈধ ঘোষণার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা।

তিনি বলেন, আমি নির্বাচিত হয়ে নগরবাসীর কল্যাণে কাজ করতে চাই। বিএনপির মেয়র প্রার্থী সাক্কুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সীমা বলেন, এখানে নির্বাচন কমিশন এবং আদালত আছে, তাদের আইন অনুসারে যা করার দরকার তারা তাই করবে। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।

তিনি বলেন, ভোটাররা সচেতন। দেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তাই নগরবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয় করে নগরীর উন্নয়নের সুযোগ দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

অপর দিকে সদ্য বিদায়ী মেয়র ও বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, গত ৫ বছরে আমার কাজ মূল্যায়ন করে নগরবাসী আমাকে ইনশাল্লাহ ২য় বারের মতো মেয়র নির্বাচিত করবে বলে আশা করি।

তিনি বলেন, নতুন একটি সিটির দায়িত্ব পেয়ে আমি দিন-রাত নগরবাসীর পাশে থেকে তাদের সেবায় কাজ করেছি। বিরোধী দলে থেকেও নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে নগরীর উন্নয়নে কাজ করেছি। আশা করি নগরবাসী আমার পরিশ্রমের মূল্যায়ন করবে।

তার বিরুদ্ধে ১০টি মামলার বিষয়ে তিনি বলেন, আমি আমার হলফনামায় ১০টি মামলার কথা উল্লেখ করেছি। এর মধ্যে ৮টি মামলা নিষ্পত্তি হয়েছে, ২টি মামলা চলমান। এই মামলাগুলো এরশাদ বিরোধী আন্দোলনের সময়কার।
উৎসঃ   jagonews24



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি