রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার আদালতে খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৭

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার আদালতে খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে মামলার তদন্তকারি কর্মকর্তা।

সোমবার (৬ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম কোর্টে চার্জশিট প্রদান করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ইব্রাহিম ।

বিএনপির আহুত অবরোধের সময় পেট্রোল বোমায় কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ৮ ঘুমন্ত যাত্রীকে পুড়িয়ে মারার ঘটনার মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে হুকুমের আসামি করা হয়। এ মামলায় জামায়াতের সাবেক সাংসদ ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহেরকে প্রধান আসামি করা হয়।

উল্লেখ্য যে, ২০১৫ এর ৩ ফেব্রুয়ারি ২০ দলের ডাকা অবরোধ চলাকালে ভোররাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার ফুড প্যালেসের সামনের সড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) একটি বাসে দুর্বৃত্তরা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে । ওই সময় দগ্ধ হয় অন্তত ২০ যাত্রী। এ ঘটনায় ৮ যাত্রী দগ্ধ হয়ে মারা যান। দগ্ধ হন আহত হন ১২ যাত্রী। নিহতরা হলেন, নুরুজ্জামান পভলু, তার মেয়ে মাইশা তাসমিন, (১৪), কক্সবাজারের আবু তাহের (৩৮) ও আবু ইউসুফ (৪৫), নরসিংদীর আসমা আক্তার (৩৮) ও তার ছেলে মাহমুদুল হাসান শান্ত (১৩) এবং শরীয়তপুর জেলার ওয়াসিম।

এ ঘটনার দিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ছাড়াও জামায়াতের সাবেক সংসদ সংসদ ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহেরসহ ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন উপ-পরিদর্শক নুরুজ্জামান হাওলাদার । দুটি মামলাতেই একই আসামী।

এ ঘটনায় বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া বিএনপি কর্মী আলমগীর হোসেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। এর কয়েকদিন পরেই নৈশবাসে বোমা হামলাকারী মো: সোহেলের লাশ পাওয়া গেছে দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। সে চৌদ্দগ্রামের মিয়ারবাজারের জগমোহনপুরের বাবুল মিয়ার ছেলে। এর আগে ৬ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের শামুকসার এলাকায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি