বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঘুষ নেয়ার তালিকায় শীর্ষে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নতুন খেতাব অর্জন করলো ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ নেওয়ার প্রবণতা রয়েছে ভারতীয়দের। সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। এশিয়া স্পেশিফিকের ১৬টি দেশের মধ্যে সমীক্ষা চালিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা।

তারা জানিয়েছেন প্রতি ১০ জন ভারতীয়ের মধ্যে ৭ জনই ঘুষ নেন। তার থেকেও চাঞ্চল্যকর তথ্য হল গত এক বছরের ভারতীয়দের মধ্যে ঘুষ নেওয়ার প্রবণতা বেড়েছে। সমালোচকরা বলছেন, তাহলে কি নরেন্দ্র মোদীর নোটবন্দি বিফলে গেল। কারণ নোটবাতিল নিয়ে যতবারই সমালোচনা হয়েছে, ততবারই প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন দুর্নীতি দমনেই এই পদক্ষেপ করেছেন তিনি। প্রতিশ্রুতি রক্ষার্থে নোটবাতিল জরুরি ছিল।

স্বাস্থ্য, শিক্ষা, নাগরিক পরিষেবার খাতে ঘুষ নেওয়ার প্রবণতায় সবচেয়ে বেশি বলে সমীক্ষায় জানানো হয়েছে। এই বিষয়ে পাকিস্তানও ভারতের পরে রয়েছে। প্রতিবছরই গ্লোবাল কোরাপশন ব্যারোমিটারের পক্ষ থেকে এই সমীক্ষা করা হয়। জাপান এই তালিকায় সবচেয়ে নিচের দিকের দেশ। দেশটিতে ২ শতাংশেরও কম মানুষ ঘুষ নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি