শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেয়েরা পাটকেল মারে না, আছাড় মারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আমাকে এক তথাকথিত শিক্ষিত যুবক তার নারী সহকর্মীদের সম্পর্কে বলছিলেন, ধুর মেয়েগুলা হুদাই চাকরি করতে আসে, পারে না কিছুই, অযথা ছেলেদের জায়গাগুলা নষ্ট করে!

আমি তখন জিজ্ঞেস করলাম- ভাই বিষয়টা মাথার উপ্রে দিয়ে গেলো, একটু ডিটেইলে বলেন!

– আরে মেয়েরা কোনো কাজ বোঝে? সারাদিন সাজগোজ,আহ্লাদ, সবকিছুতে স্লো, কোনো প্রোডাক্টিভিটি নাই, তারা যে সময়ে এককাজ করে, ছেলেরা তার ডাবল করতে পারে!

– ওহঃ! কিন্তু এর কারণটা কি বলে আপনার মনে হয়?

– কারণ আবার কি? আল্লাহ তায়ালা এইভাবেই সৃষ্টি করছেন! ছেলেরা সবল, মেয়েরা দুর্বল! মেয়েরা ঘরে থাকবে ছেলেরা বাইরে যাবে!

আমি আনন্দিত হয়ে বললাম- অসাধারণ, আপনার কাছ থেকে এরকম লজিকই আশা করেছিলাম! তা, আপনার মেয়ে আছে?

– আছে

আমি হাসতে হাসতে বললাম- বেচারি ভুল হাতে পড়েছে! তাকেও আপনি মানুষ না বানিয়ে মেয়েমানুষই বানাবেন এইটাতে কোনো ভুল নাই!

-মানে কি?

মানে হলো,`মেয়েরা কিছুই পারে না’ এই যে সোশ্যাল সাইকোলজি এইটা আপনাদের মতো কিছু পুরুষ এবং নারীর সৃষ্টি! এবং সমাজে আপনাদের মতো জনগণের সংখ্যা আশঙ্কাজনক হারে বেশি তাই এই সাইকোলজির পরিবর্তনের গতি স্লো!

উনি উত্তেজিত হয়ে বললেন- আপনি কি বলতে চান?

– আমি বলতে চাই, আপনার যে কন্যা সন্তান হয়েছে,তাকে বোধ হবার সাথে সাথে পুতুল, হাড়িপাতিল দিয়ে খেলতে না দিয়ে মাঠে পাঠিয়ে দেন দৌড়াতে, এক্সারসাইজ করতে, ফুটবল খেলতে, তাকে ভালো ভালো শক্তিবর্ধক খাবার খাওয়ান, তার জন্য ভালো পড়ালেখার ব্যবস্থা করেন, সবচেয়ে বড় কথা তার সামনে কোনো মেন্টাল ব্যারিয়ার সেট করে দিয়েন না যে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, সববিষয়ে কথা বলবে না, দেখবেন আপনার মেয়ের প্রোডাক্টিভিটি কোনো ছেলের থেকে কম না! মেয়েকে মেয়েমানুষ না বানিয়ে মানুষ বানান!

উনার সাথে এই তর্ক অনেকক্ষণ চলেছিল এজ এক্সপেক্টেড! কারণ, উনারা এবিষয়ে অজ্ঞ থাকতে পছন্দ করেন এতে আখেরে নিজের কিছু লাভ আছে! আর এই ধরনের মানসিকতার কারণেই আমাদের মেয়ে সন্তানেরা কিছুটা পিছিয়ে থাকে!

হিসাবটা খুব সহজ- আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি কন্যা সন্তানকে মানুষ না বানিয়ে মেয়ে বানানোর প্রবণতা আছে! কখনো কনসাস কখনো আনকনশাস প্রবণতা!

প্রথম যখন আমরা আমাদের পুত্র সন্তানকে খেলার জন্য গাড়ি আর বন্দুক কিনে দেই, মেয়েদেরকে পুতুল আর হাড়িপাতিল তখন থেকেই আমরা তাদের মেয়েমানুষ বানানোর প্রক্রিয়াটা শুরু করি!

আমাদের ছেলে সন্তানেরা খাবার কম খেলে বলি-আরে, তুমি ছেলেমানুষ শক্তি হওয়া লাগবে না? মেয়েরা বেশি খেলে আড় চোখে তাকাই!

ছেলে সন্তান আয়না দেখলে বলি- কি সারাক্ষণ মেয়েদের মতো আয়না দেখো? অথচ মেয়েদেরকে বোধ হবার আগেই খেলনা ড্রেসিং টেবিল সেট কিনে দেই!

ছেলের জন্য বেস্ট পড়ালেখার ব্যবস্থা করি, মেয়েদেরটা ভালো হলে ভালো একটু খারাপ হলেও ক্ষতি নাই!

ছেলেদেরকে বলা হয়- ভালো করে পড়ালেখা কর নইলে বড় হয়ে বৌকে কিভাবে খাওয়াবি?

আর মেয়েদেরকে ধারণা দেই- তোমার এতো না পড়লেও হবে, আল্টিমেটলি আরেকজনের সংসারই তো করবা!

এই স্লো পয়জনিং প্রাণী জগতের অন্য কোনো প্রজাতির সাথে করা হলে আমি শিওর সেই প্রজাতি পঙ্গু হয়ে যেত অথচ এর পরেও আমাদের মেয়েরা পুরো জীবন যা করে তা বোঝার ক্ষমতাও অনেক মানুষের নাই!

আমরা মেয়েদেরকে জন্মের পর থেকে অপশন কম দিয়ে দুর্বল হওয়া, সাজগোজ করা, পরনির্ভরশীল হওয়া, মানে মেয়েমানুষ হওয়াটাই পছন্দ করতে শেখাই!

তারপরেও তারা শিক্ষিত হয়, বাইরে কাজ করে, ডাক্তার, পাইলট, সাংবাদিক, ইঞ্জিনিয়ার হয়! তারা ঘরে কাজ করে, সন্তান জন্ম দেয়, তাদেরকে বড় করে,বাবা-মায়ের খেয়াল রাখে,শশুরবাড়ি মেন্টেন করে! এখানেই শেষ না, এতোকিছু করার পরে আবার তারা সাজগোজও করে….।

মেয়েদের ক্ষমতাকে যারা একনলেজ করে না তারা আসলে ভয়ে করে না! তারা ভাবে এতো অবস্টাকল দেয়ার পরেও এদের এই অবস্থা, রাস্তা পরিষ্কার করে দিলে তো এদের পায়ের তলে পিষে মরতে হবে! তাই ভাবে এদের পথকে ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার’ বানিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ!

সেইসব মানুষের জন্য আজকের এই মহান দিনে নিউটনের তৃতীয় সূত্রটা আরেকবার মনে করিয়ে দেই ‘প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে!’ ইট ছুড়লে পাটকেল খেতে হয় টাইপ!

আশংকার ব্যাপার হচ্ছে প্রতিকূলতার সাথে লড়তে লড়তে মেয়েরা এতই শক্তিশালী হয় যে তারা একটা পর্যায়ে ইট ছুড়লে আর পাটকেল মেরে জবাব দেয় না, ডাইরেক্ট আছাড় মারে! সেই আছাড় আবার খালি চোখে দেখা যায় না শুধু ফিল করা যায়! সো খেয়াল কইরা…..?

আর হ্যাঁ আজকের দিনে সেইরকম বিপরীত প্রক্রিয়ায় জেগে ওঠা সকল নারীকে ‘মানুষ দিবসের শুভেচ্ছা!’

মেয়ে তুমি এগিয়ে চলো,আমরা আছি তোমার সাথে’…………।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি