শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যে গাছগুলো আপনার মন ভালো রাখবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অনেকেই শখের বসে বাগান করে। কিন্তু শখের বসে হলেও গাছ বা গাছের ফুল থেকে পেতে পারেন নানা রকমের উপকারিতা। ঘরের ভিতর বা বাইরে করতে পারেন এই বাগান। গাছ বা গাছের ফুল যেগুলো আমরা সাধারণত ঘরের ভিতর লাগিয়ে থাকি তা থেকে আমরা নিঃশাসের জন্য সতেজ বাতাস পাই, কাজের চাপ কমানো এবং মনকে প্রফুল্ল করতে সাহায্য করে। তাই কিছুটা সুখের অনূভূতি পেতে গাছ লাগাতে পারেন। চলুন জেনে নেয়া কোন কোন গাছ থেকে কী কী উপকারিতা পেতে পারি।

তুলসি এবং পুদিনা দুটিই শরীরের নানা ধরনের উপকারে আসে। বিশেষ করে প্রদাহ দূর করতে ও অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এদের ঘ্রাণ খাবারের স্বাদ বাড়ায় এবং মেজাজও ভাল রাখে।
গোলাপ কে না ভালবাসে। এক গবেষণায় জানা গেছে যে, যারা গোলাপের দিকে তাকিয়ে থাকে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সুখে থাকে।
রোজমেরি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। এর ঘ্রাণ মানুষের অনূভূতির উপর ইতিবাচক প্রভাব ফেলে।
পিস লিলি ফুল বাতাসের আর্দ্রতা শোষণ করে প্রাকৃতিক সুঘ্রাণ ছড়িয়ে দেয়। এটি সতেজ অনূভূতি দেয় এবং নিঃস্বাস নিতে সাহায্য করে।
অর্কিড ফুল বাতাসের গুণাগুণ বাড়ায়। কাজের চাপ লাঘব করে ও মনোযোগ বাড়ায়।
ল্যাভেন্ডার ফুল এর সুঘ্রাণ দুশ্চিন্তা কমায়।
জেরেনিয়াম সুন্দর একটি ফুল। এর গাছ থেকে বের হওয়া হালকা ঘ্রান মনকে শান্ত করে।
ইংলিশ আইভি এক ধরনের গাছ যা প্রাকৃতিকভাবে বাতাস শুদ্ধ করে আমাদের ভাল অনূভূতি জাগায়।
বোসটোন ফার্ন প্রতি ঘণ্টায় প্রায় ১৯০০ ধরনের বিষ বাতাস থেকে শুষে নিতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি