বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৩০ লাখ সিরিয়ান শিশু ‘টক্সিক স্ট্রেসে’ আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার লাখ লাখ শিশু ভুগছে ‘টক্সিক স্ট্রেস’ নামে এক ধরনের মানসিক বৈকল্যে। ছয় বছরের কম বয়সী সিরিয়ার যুদ্ধ ছাড়া কিছুই চেনে না বলে জানিয়েছে শিশু অধিকারবিষয়ক বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’। দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিবেশের মধ্যে বসবাস করলে এ রোগে আক্রান্ত হয় শিশুরা।

সিরিয়ার ৪৫০ জন নাগরিকের ওপর একটি জরিপে এমন ভয়াবহ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হলে এর ফলে একটি প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে আরো বলা হয়, যুদ্ধের প্রভাবে সিরিয়ার শিশুদের মধ্যে বিছানায় মূত্রত্যাগ, আত্মহত্যা ও আক্রমণাত্মক হওয়ার প্রবণতা বেড়ে গেছে।

সেভ দ্য চিলড্রেনের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মারসিয়া ব্রফি বলেন, ২০১১ সাল থেকে চলা এ যুদ্ধ শিশুদের মানসিক উন্নয়নে আজীবনের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞগণ জানান, টক্সিক স্ট্রেস নামক ওই রোগটি মস্তিষ্ক ও দেহের অন্যান্য অঙ্গের বিকাশ ব্যাহত করে। এছাড়া মানসিক ভারসাম্যহীনতার ঝুঁকি তৈরি করে।

৩০ লাখেরও বেশি সিরিয়ার শিশু মানসিক চাপে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির অধিকাংশ নাগরিক। পরিবারের সদস্য হারানো, বোমা হামলায় বাড়ি-ঘর ধ্বংস ও আহত হওয়ার মতো বিভিন্ন কারণে দেশটির দুই-তৃতীয়াংশ শিশুই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে। এদের মধ্যে অনেকেই স্কুলে যেতে অনীহা প্রকাশ, অতি কথা বলা এমকি বোবা হয়ে গেছে। সিরিয়ায় যুদ্ধ শুরু হয় ২০১১ সালে। ছয় বছরে যুদ্ধে নিহত হয়েছে দেশটির তিন লাখ মানুষ। প্রায় ২৪ লাখ শিশু সপরিবারে সিরিয়া ছেড়ে অন্য দেশে রিফিউজি হয়ে আশ্রয় নিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি