শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সন্দেহভাজন দুস্কৃতকারির তথ্য পাচ্ছে না পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:ক সন্দেহভাজন দুস্কৃতকারিকে খুঁজছে পুলিশ। গত দেড় বছরের বেশি সময় ধরে তার কোন তথ্য মিলছে না। ত্রিশোর্ধ ওই ব্যক্তি একজন পেশাদার ছিনতাইকারী বলে গোয়েন্দারা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী রাইজিংবিডিকে বলেন, ‘২০১৫ সালের ২৪ আগস্ট বনানীর ডাচ বাংলা ব্যাংক থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে গুলশান-২ এর দিকে আসছিলেন এক গ্রাহক। পথিমধ্যে অজ্ঞাত ৪ দুস্কৃতকারি ২টি মোটর সাইকেলে করে এসে অস্ত্রের ভয় দেখিয়ে উল্লেখিত টাকা ছিনিয়ে নিয়ে যায়। শুরু হয় তদন্ত। সংগ্রহ করা হয় ব্যাংকের সিসি ক্যামরার ভিডিও ফুটেজ। পাওয়া যায় এক দুস্কৃতকারির ছবি। কিন্তু তার আর কোন তথ্য মিলছে না। সে একজন পেশাদার ছিনতাইকারী। তাদের একটি দল আছে। তার ব্যাপারে কোন তথ্য থাকলে ০১৭১৯-৪৫৩৩৩৯ নম্বরে জানাতে অনুরোধ করছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি