শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন করবে ১৪ দল


কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন করবে ১৪ দল


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশন ও সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনে ১৪ দলীয় জোট একক প্রার্থীকে সমর্থন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনে জয়া সেনগুপ্তকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এ দুই প্রার্থীর পক্ষে প্রচারের জন্য ১৪ দলীয় জোটের নেতারা অংশ নেবেন। ‘

এ সময় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মহাসমাবেশে যোগদানকারী নরসিংদীর কর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা। তিনি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না। ‘

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ স্মরণে দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতিতে পাস করায় সরকারকে অভিনন্দন জানান ১৪ দলের মুখপাত্র। তিনি বলেন, ‘এ দিবসটি জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি আদায়ে কাজ করতে সরকার ও পররাষ্ট্রমন্ত্রীকে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে আহ্বান জানাই। ‘

নাসিম জানান, আগামী ২৫ মার্চ ১৪ দলীয় জোট কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করবে। এ ছাড়া জেলা-উপজেলা পর্যায়েও এ দিবসটি পালন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি