শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আ.লীগ নয়, বিএনপিই ভারতের দালাল: খালিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: আওয়ামী লীগ নয়, বিএনপিই ভারতের দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। ভারতকে গ্যাস দেবে এমন প্রতিশ্রুতি দিয়ে বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসেছিল বলেও দাবি করেন তিনি।

সোমবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে টিআর প্রকল্পের অর্থ বিতরণ ও উপজেলার বিভিন্ন গ্রামে পাঁচ শতাধিক বিদ্যুতায়নের নতুন সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগ ভারতের দালাল নয়, বিএনপিই ভারতের দালালি করে ক্ষমতায় এসেছিল। বঙ্গবন্ধুর উত্তরাধিকার শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এদেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ব্যাঘাত ঘটানোর জন্য চক্রান্তকারীরা ৭৫ এর ১৫ আগস্টের মতো আবারো হত্যাকাণ্ড ঘটানোর জন্য ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, বিএনপি এখন চোরাবালিতে আটকে গেছে। আগামী সংসদ নির্বাচনে না এলে বিএনপি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে।

খালিদ বলেন, বিএনপি বুঝতে পারছে, এতিমের টাকা মেরে দেয়া এবং দেশের সম্পদ লুটপাটের কারণে দেশের জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই তারা এখন একের পর এক মিথ্যা নাটক করে যাচ্ছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিরলের বন্দরটি পুরোপুরিভাবে চালু হলে এ উপজেলাটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে সুপরিচিতি লাভ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার রেজাউল করিম প্রমুখ।

এর আগে তিনি দিনাজপুর-বিরল-পাকুড়া-রাধিকাপুর (স্থলবন্দর) সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন, বিরল উপজেলা পরিষদে ডিজিটাল সেন্টারের উদ্বোধন, কাঞ্চন মোড়, বুনিয়াদপুর মোড় ও পাকুড়া মোড়ে জনসভায় বক্তব্য দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি